রবিবার, ২৫ মে ২০২৫
রবিবার, ২৫ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

মিরপুরে নিষ্প্রাণ ড্র, সিরিজ হারল বাংলাদেশ

ঢাকায় তিন দিনের বৃষ্টির পর অবধারিত ড্রয়ের পথেই এগোচ্ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট। আজ শনিবার মিরপুরে শেষ দিনের খেলার দেড় ঘণ্টা বাকি থাকতেই ম্যাচ ড্র মেনে নিতে সম্মতি জানায় দুই দল। সিলেটে প্রথম আন-অফিসিয়াল টেস্টে ৭০ রানে জয়ে ১-০ তে এগিয়ে থাকায় সিরিজ জিতল নিউজিল্যান্ড।

শুক্রবার বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেটে ২৭৭ রান তোলা নিউজিল্যান্ড আজ শনিবার অলআউট হয়েছে ৩৭৯ রানে। ২০ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ হয় কিউইদের। এর আগে প্রথম ইনিংসে নাঈম শেখের ৮২, সাইফ হাসান ও অমিত হাসানের জোড়া ফিফটিতে ৩৫৭ রান করে বাংলাদেশ।

শনিবার ২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ দারুণ শুরু পায় এনামুল হক বিজয়ের ব্যাটে। ওয়ানডের ছন্দে ব্যাট করতে থাকা এই ব্যাটার অবশ্য ২৩ বলের বেশি টিকতে পারেননি মাঠে। তিন চার ও এক ছক্কার মারে ২৪ রান করলেও আউট হয়েছেন দৃষ্টিকটু এক শটে। বেন লিস্টারের ফুল লেংথ বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড অনে নিক কেলির হাতে।

তিনে নেমে সাইফ হাসানও সুবিধা করতে পারেননি আজ। ৩০ বলে ১৬ রান করেন এই ডানহাতি ব্যাটার। তবে জাকির হাসান আর অমিত হাসান মিলে এরপর আর বিপদ ঘটতে দেননি। শেষ পর্যন্ত দুজনই অপরাজিত ছিলেন। জাকির মাঠ ছাড়েন ২৪ রানে অপরাজিত থেকে, অমিত করেন ৩৬ বলে ২১ রান।

এর আগে শুক্রবার বৃষ্টিতে কয়েক দফা খেলা বন্ধ সব মিলিয়ে হয়েছে মাত্র ৬২ ওভার। আগের দিনের ১০৪ রানের সঙ্গে আরও ১৭৩ রান যোগ করেছে নিউজিল্যান্ড। আগের দিনের ছন্দ ধরে রেখে ১০৫ রানের জুটি গড়েন কার্টিস হিফি ও জো কার্টার। পার্ট টাইম স্পিনার সাইফ হাসানের বলে বোল্ড হন কিউই অধিনায়ক কার্টার। সাত চার ও এক ছক্কায় ৯৯ বলে ৬২ রান করেন তিন। তবে আজ সেঞ্চুরি পূর্ণ করেছেন অধিনায়ক কেলি। 

এরপরের সাফল্যটা আসে পেসার সৈয়দ খালেদ আহমেদের বলে। কার্টিস হিফি তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ২০৩ বলে ৭১ রান করা এই ব্যাটার। পরের বলেই ডেল ফিলিপসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ। টানা দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন এই ডানহাতি পেসার।

চার দিন শেষে হাসান মুরাদ ও নাসুম আহমেদ ম্যাচে উইকেট শূন্য থাকলেও অফস্পিনার নাঈম নেন চার উইকেট। 

এই সম্পর্কিত আরো