শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক
advertisement
খেলাধুলা

বাংলাদেশ-ভারতের অবনতি, আফগানদের উন্নতি

‘প্রিয়’ সংস্করণ ওয়ানডে হলেও গত কয়েক বছরে সেভাবে আশানুরূপ পারফরম্যান্স নেই বাংলাদেশের। আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমরা উপহার দিয়েছেন একরাশ হতাশা। হতশ্রী পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। বাংলাদেশের অবনতি হলেও উন্নতি হয়েছে আফগানিস্তানের।

আইসিসি আজ হালনাগাদ করেছে বার্ষিক র‍্যাঙ্কিং। ২০২৪-এর মে মাস থেকে যে ম্যাচ হয়েছে, সেগুলো ১০০ ভাগ ধরা হয়েছে এবং তার আগের দুই বছরকে ধরা হয়েছে ৫০ ভাগ। হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। রেটিং পয়েন্ট ৪ কমে শান্তর দলের রেটিং পয়েন্ট ৭৬। এ বছরের ফেব্রুয়ারি মার্চে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে।

শান্তদের অবনতির দিনে আইসিসির সুখবর পেয়েছে আফগানিস্তান। ৪ রেটিং পয়েন্ট বেশি পেয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে রশিদ খান-মোহাম্মদ নবীদের আফগানিস্তান। আফগানরা এগিয়েছে এক ধাপ এবং তাদের রেটিং পয়েন্ট ৯১। ইংল্যান্ড নেমে গেছে আট নম্বরে। চার পয়েন্ট কম পেয়ে এখন ইংলিশদের রেটিং পয়েন্ট ৮৪। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেয় আফগানরা। ভারত ২ পয়েন্ট বেশি পেয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে গেছে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভারতের রেটিং পয়েন্ট ১২৪। ৯ মার্চ দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে কিউইরা। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে চারে শ্রীলঙ্কা। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানেরও রেটিং পয়েন্ট ১০৪। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে দক্ষিণ আফ্রিকা। আর ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দুই, তিন ও চারে থাকা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের রেটিং পয়েন্ট ১১৩, ১১১ ও ১০৫। ভারত ও দক্ষিণ আফ্রিকা পিছিয়েছে এক ধাপ করে। ইংল্যান্ড এগিয়েছে দুই ধাপ।

ভারত গত বছর ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে নিউজিল্যান্ডের কাছে। আর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনাল খেলার সুযোগও হারিয়েছে ভারত। টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচ থেকে দশ নম্বরে আগের মতোই আছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬২। কদিন আগে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করে জিম্বাবুয়ের সঙ্গে। ১৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১২ নম্বরে জিম্বাবুয়ে।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭১। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুই থেকে ছয়ে আগের মতোই রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কা সাত নম্বরে। আর পাকিস্তান এক ধাপ পিছিয়ে আট নম্বরে। ২২৫ ও ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আগের মতোই ৯ ও ১০ নম্বরে বাংলাদেশ ও আফগানিস্তান।

এই সম্পর্কিত আরো

দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে

সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক

ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার

শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ

হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি

শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক