দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। আজ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারা।
আজ রাতে ঢাকাতেই থাকবে সফরকারী দল। আগামীকাল সকালের ফ্লাইটে প্রথম টেস্ট খেলতে সিলেট যাবে জিম্বাবুয়ে। প্রায় পাঁচ বছর পর লাল বলের ক্রিকেট খেলতে বাংলাদেশ সফরে আসলো তারা। সবশেষ ২০২০-এ টেস্ট খেলতে বাংলাদেশে আসে জিম্বাবুইয়ানরা। সেবার একমাত্র সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হারে ক্রেইগ আরভাইনের নেতৃত্বাধীন দল। এবারও জিম্বাবুয়ের অধিনায়ক তিনিই।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে আগামী রোববার। দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রাম যাবে দু’দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (পূর্বের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম) ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল।