ইতালিয়ান সিরি এ-তে সতীর্থের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পান এসি মিলান গোলকিপার মাইক মেনিয়ঁ। দলের অধিনায়ককে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে শঙ্কাটা আরও বাড়ে। তবে এসি মিলানের তরফ থেকে জানানো হয়েছে, হাসপাতালে সারা রাত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন মেনিয়ঁ।
উদিনেসে ঘরের মাঠে শুক্রবার ৪-০ গোলে জয় তুলে নেয় মিলান। ঘটনাটি ঘটে ম্যাচের ৫১তম মিনিটে। স্বাগতিকদের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বক্স থেকে বেরিয়ে যান মেনিয়ঁ। উল্টো দিক থেকে তখন ছুটে আসছেন সতীর্থ ফুলব্যাক অ্যালেক্স হিমিনেজ। দু’জনের সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পান মেনিয়ঁ। তিনি অচেতন হয়ে পড়লে আশেপাশে সবার মধ্যে ভীতি ছড়িয়ে যায়। এ ঘটনার পর মাঠে হাঁটু গেড়ে প্রার্থনা করতে দেখা যায় বদলি হিসেবে থাকা মিলান ফরোয়ার্ড ট্যামি আব্রাহামকে।
ইতালিয়ান জায়ান্টদের পক্ষ থেকে বলা হয়, সারা রাত হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকার পর শনিবার ফিরবেন এই ফরাসি গোলকিপার। যদিও ম্যাচের পরপর তার সতীর্থ মাতেও গ্যাবিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, ভালো আছেন মেনিয়ঁ। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত মাইক (মেনিয়ঁ) ভালো আছে। সে কেমন আছে, এ ব্যাপারে আমরা চিকিৎসকদের কাছে জানতে চাই এবং আমাদের নিশ্চিত করা হয় যে, সে ভালো আছে, সুস্থ আছে। কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে।’ ওই সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পান স্প্যানিশ তরুণ ডিফেন্ডার হিমিনেজও। যদিও ওই ঘটনার পর খেলা চালিয়ে যান এই ১৯ বছর বয়সী ফুটবলার। তবে ১৮ মিনিট পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।