✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

মিরপুরে নাঈম ঝড়ে প্রাইম ব্যাংকের রেকর্ড

আল আমিন হোসেনকে ডিপ কাভার দিয়ে চার মেরে শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাননি। সঙ্গী বদল হয়েছে, শুরু করেছিলেন সাব্বির হোসেনকে নিয়ে, এরপর কখনও জাকির হাসান তো কখনও আব্দুল্লাহ আল মামুন। সঙ্গী বদলালেও নাঈম শেখের ব্যাট থেকে বের হওয়া বাউন্ডারির স্রোত থামেনি।

ইনিংসের তখনও ১৩ ওভার বাকি, নাঈমের নামের পাশেই জমা হয় ১৭৬ রান। ডাবল সেঞ্চুরি করবেন কিনা এমন আলোচনাও সবে শুরু হয়েছে, তখনই আউট! তাতে ডাবল সেঞ্চুরি না হলেও এই ব্যাটারের ঝড়ে প্রিমিয়ার লীগে প্রথম দল হিসেবে ৪০০ ছাড়ানো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।

ক্যারিয়ার সেরা ইনিংসে মাত্র ১২৫ বলে ১৭৬ রান করেন নাঈম শেখ। ১৮ চারের সঙ্গে ৮টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ওপেনার। প্রিমিয়ার লীগে এটা চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ২০৮ রান করা সৌম্য সরকার এই তালিকায় সবার উপরে। বাংলাদেশের মাটিতে এখন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড প্রাইম ব্যাংকের। লিস্ট এ ক্রিকেটে এই রেকর্ড এতদিন ছিল ভারতের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২০২২ সালের ডিসেম্বরে ইশান কিষানের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ৪০৯ রান করে  ভারত। বাংলাদেশের মাঠে এতদিন এটিই ছিল একমাত্র চারশছোঁয়া দলীয় সংগ্রহ। আর ঢাকা প্রিমিয়ার লীগে ও বাংলাদেশের কোনো দলের এই রেকর্ড ছিল আবাহনীর। ২০১৮ সালের মার্চে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সৌম্য সরকারের ডাবল সেঞ্চুরিতে ৩৯৩ রান করেছিল প্রিমিয়ার লীগের সফলতম দলটি। প্রাইম ব্যাং অবশ্য এর আগে দুবার চারশ’র কাছে গিয়ে ফেরত আসে। ২০২২ সালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এনামুল হক বিজয়ের ১৮৪ রানে  ৫ উইকেটে ৩৮৮ রানে থামে তাদের ইনিংস। আর গত বছর ব্রাদার্সের বিপক্ষে ৩৮০ রান করেছিল তারা।   

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়নের বোলারদের উপর চড়াও হন নাঈম ও সাব্বির। দুজনের উদ্বোধনী জুটিতে মাত্র ১১০ বলে আসে ১৪০ রান। ৯ চার ও ৪ ছক্কার ইনিংসে ৬৩ বলে ৭৩ রান করেন সাব্বির। এরপর দ্বিতীয় উইকেটে জাকির হাসানের সঙ্গে ৬৮ বলে যোগ করেন ৮৬ রান।  ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করে আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ২৪ বলের ব্যবধানে একশ থেকে দেড়শ রানে পৌঁছে যান ২৫ বছর বয়সী ওপেনার। এই ঝড়ে ৩৭ ওভারেই ৩০০ পার করে প্রাইম ব্যাংক। তবে ডাবল সেঞ্চুরির আলোচনা শুরু হতেই পরের ওভারে সালাউদ্দিন শাকিলের বলে কাভারে ধরা পরে ফেরেন নাঈম। 

এই সম্পর্কিত আরো