টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের স্থানে বিশ্বকাপে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়েছে।
শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।
ক্রিকবাজ জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের জায়গা দখল করেছে স্কটল্যান্ড। কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়ার পর এবং শনিবার (২৪ জানুয়ারি) অবশেষে তারা এই সুযোগ পায়।