মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা পলিসি সামিট অনুষ্ঠানে - ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
advertisement
খেলাধুলা

শেষ বলের ওকসের ছক্কায় সিলেটের জয়, বিদায় রংপুর

টি-২০’র টানটান উত্তেজনা।মাত্র কয়েক রানের হাড্ডাহাড্ডি লড়াই। যে লড়াইয়ে ইনিংসের শেষ বলে জিততে ৬ রান দরকার ছিল সিলেট টাইটান্সের। ক্রিস ওকস ওই ছক্কা মেরে সিলেটকে বিপিএলের কোয়ালিফায়ারে তুলেছেন। হেরে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স।

মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়ে রংপুর রাইডার্সকে নাগালের মধ্যে রাখে মেহেদী মিরাজের সিলেট টাইটান্স। রংপুর ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। একে একে ব্যর্থ হয়ে ফিরে যান তাওহীদ হৃদয় (৪), ডেভিড মালান (৪), লিটন দাস (১) ও কাইল মায়ার্স (৮)।

সেখান থেকে ৩৪ রানের ছোট্ট একটা জুটি দেন খুশদীল শাহ ও মাহমুদউল্লাহ। পাকিস্তানের স্পিন অলরাউন্ডার খুশদীল ১৯ বলে তিন ছক্কায় ৩০ রান করেন। ১৫.৫ ওভারে দলের ৯৪ রানে সাজঘরে ফেরা মাহমুদউল্লাহ ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন। নুরুল হাসান ২৪ বলে ২৯ রান যোগ করলে রংপুর ৯ উইকেটে ১১১ রানে আটকে থাকে।

জবাব দিতে নেমে সিলেট ২ রানে ওপেনার তৌফিক খানকে হারায়। তবে দ্বিতীয় উইকেটে পারভেজ ইমন ও আরিফুল ইসলাম ৩৬ রান যোগ করে ধাক্কা সামলে নেন। ইমন ১২ বলে তিন চারের শটে ১৮ রান করে ফিরে যান। আরিফুল ১৮ বলে ১৭ রান করেন। পরেই চারে নামা আফিফ (৩) ফিরলে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।

সিলেটের অধিনায়ক মিরাজ ও স্যাম বিলিংস ৫০ রানের জুটিতে ম্যাচ সহজ করে ফেলেন। ১৭ ওভারের শেষ বলে মিরাজ ২৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন। ৯৪ রানে ৫ উইকেট হয়ে যায় সিলেট। শেষ তিন ওভারে জয়ের জন্য তখন ১৮ রান দরকার। ওখান থেকে ম্যাচটা জমিয়ে তোলে রংপুর।

১৮তম ওভারে আলিস আল ইসলাম মাত্র ৩ রান দেন। ১৯তম ওভারে মুস্তাফিজ ৬ রান দিয়ে বিলিংসকে তুলে নেন। তিনি ৪০ বলে ২৯ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল সিলেটের। পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম আশরাফের প্রথম ৪ বলে মাত্র ২ রান নিয়ে সাজঘরে ফেরেন মঈন আলী। পরের বলে সিঙ্গেল নিয়ে ওকসকে স্ট্রাইক দেন খালেদ আহমেদ। শেষ বলে জয়ের জন্য ৬ রান দরকার ছিল সিলেটের। লং অফের ওপর দিয়ে ওকস কাঙ্খিত শটটা খেলে দলকে জয় এনে দেন।

এর আগে বল হাতে সিলেটের হয়ে দুর্দান্ত করেছেন খালেদ ও ওকস। পেসার খালেদ ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। ওকস ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। স্পিনার নাসুম ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট দখল করেন। রংপুরের মুস্তাফিজ ও আলিস যথাক্রমে ২০ ও ১৮ রান দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন।

এই সম্পর্কিত আরো

ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা

পলিসি সামিট অনুষ্ঠানে ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের

সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ

আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক

কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি

নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ