হাইস্কোরিং থ্রিলারে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে চট্টগ্রাম।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চট্টগ্রামের ইনিংস। ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন ৩৫ রানের জুটি গড়ে ভিত গড়েন। নাঈম ১৫ বলে ১৮ রান করে ফিরলেও তিন নম্বরে নেমে মাহমুদুল হাসান জয় ম্যাচের গতি পাল্টে দেন। পাওয়ারপ্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৬০ রান তোলে চট্টগ্রাম।
জয়ের ব্যাটে আসে ঝলমলে ইনিংস। মাত্র ২১ বলে ৪৪ রান করে ফিফটির খুব কাছে গিয়েও থামতে হয় তাকে। অন্য প্রান্তে রসিংটন খেলেন পরিমিত কিন্তু কার্যকর ইনিংস—৩৮ বলে ৪৯ রান। মিডল অর্ডারে হাসান নওয়াজ (২০ বলে ২৫) ও আসিফ আলী (৮ বলে ১৩) রানচাকা সচল রাখেন। শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদী হাসান ঝড় তোলেন—১৩ বলে অপরাজিত ৩৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান জমা করে চট্টগ্রাম।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। চার রানের মধ্যেই ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরে যান। তাওফিক খান ও আফিফ হোসেন ধ্রুব কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। পাওয়ারপ্লে শেষে স্কোর দাঁড়ায় ৫০/৩।
আফিফ হোসেন একপ্রান্ত ধরে লড়াই চালান। ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেললেও ফিফটির আগে বিদায় নেন তিনি। মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই কিংবা ইথান ব্রুকস কেউই বড় ইনিংস গড়তে পারেননি। শেষ দিকে হঠাৎ করে ম্যাচে রোমাঞ্চ ফেরান খালেদ আহমেদ। ৯ বলে ২৫ রানের বিধ্বংসী ইনিংসে সমীকরণ নামিয়ে আনেন নাগালের মধ্যে। তবে শেষ ওভারে চাপ সামলে নেয় চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ মুহূর্তে খালেদের স্ট্যাম্পিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ব্যাটিং দলের হাতে।
শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় সিলেট টাইটান্স। বল হাতে চট্টগ্রামের পক্ষে আমের জামাল নেন ৪ উইকেট। শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম শিকার করেন দুটি করে উইকেট, অন্য উইকেটগুলো ভাগ করে নেন আবু হায়দার রনি ও হাসান নওয়াজ।
সহজ জয়ের পথে এগিয়েও শেষদিকে কিছুটা চাপের মুখে পড়েছিল চট্টগ্রাম। তবে অভিজ্ঞতা আর ব্যাটিং গভীরতায় শেষ হাসি তাদেরই।