শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যা বলল জামায়াত জুলাই সনদ স্বাক্ষর শেষে যা বললেন সালাহউদ্দিন অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় কী আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়? তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জে জনসমাবেশ তাহিরপুরে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কুলাউড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল, রিলিফ ইঞ্জিন দিয়েই ট্রেন চালু বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সাইডলাইনে একাধিক বৈঠক - পাচার করা টাকা ফেরাতে ও সংস্কারে সহায়তা চায় বাংলাদেশ নির্বাচন নিয়ে দলগুলোর প্রতি যে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা সই হলো জুলাই সনদ, বাস্তবায়ন কীভাবে
advertisement
খেলাধুলা

বার্সার কাছে বিধ্বস্ত হয়ে ক্ষমা চাইছে রিয়াল

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—সবশেষ তিন স্প্যানিশ সুপার কাপে এভাবেই ঘুরেফিরে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ সুপার কাপে শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোতে এভাবেই চলছে প্রতিশোধের খেলা। যেখানে গত রাতে বার্সার কাছে রিয়াল রীতিমতো বিধ্বস্ত হয়েছে।


বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এবারের স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হয়েছে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। ২০২৫ সালের প্রথম এল ক্লাসিকোটাই মরুর বুকে। ম্যাচটা যখন শিরোপানির্ধারণী, হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা হয়েছে পানসে। রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে ২০২৫ স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন বার্সা। এমন হারের পর রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদরিচ ক্ষমা চাইলেন ভক্ত-সমর্থকদের কাছে। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট বলেন, ‘আমি জানি এমন বাজে হারের পর প্রতিক্রিয়া কেমন হতে পারে। এভাবে হেরে যাওয়া কল্পনাও করতে পারেনি। ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমাদের একত্রিত হয়ে এগিয়ে যেতে হবে।’


বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির চোখে মুখে দেখা গেছে হতাশার ছাপ। আনচেলত্তি বলেন, ‘বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। ডিফেন্ড করেছি খুব বাজেভাবে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। বাজে এক রাত এটা। অন্যান্য সমর্থকদের মতোই হতাশ আমরা।’


জেদ্দায় গত রাতে ৪৮ মিনিটে ৫-১ করে ফেলে বার্সেলোনা। ৫৬ মিনিটে বার্সা গোলরক্ষক ভয়চেক সেজেচনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয়। বাকি ৩৪ মিনিটে ৪ বা ৫ গোল দিয়ে ম্যাচ টাইব্রেকারে নেওয়া বা শিরোপা জেতা—রিয়াল অবিশ্বাস্য কিছু করতে পারবে কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। তবে এবার আর ঘুরে দাঁড়াতে পারেনি আনচেলত্তির দল। ৬০ মিনিটে রদ্রিগোর গোল শুধু ব্যবধানই কমাতে পেরেছে। রিয়াল কোচ বলেন,‘আমি কারও নাম বলব না। পুরো দল নিয়ে কথা বলব। আমাদের বাড়তি এক খেলোয়াড় ছিল (বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক সেজেচনির লাল কার্ড পাওয়া)। তবু আমরা খুঁজে বের করতে পারিনি। পুরো খেলা নিয়েই আমি হতাশ।’

৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলেই গত রাতে এগিয়ে গিয়েছিল রিয়াল। এরপর ২২ মিনিটে লামিনে ইয়ামালের গোলে সমতায় ফেরার পরই বার্সেলোনা ছড়ি ঘোরানো শুরু করে। ৩৯ ও ৪৮ মিনিটে ম্যাচে জোড়া গোল করেন বার্সার ফরোয়ার্ড রাফিনিয়া। ইয়ামালের মতো একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি ও আলেহান্দ্রো ব্যালডে। এটা নিয়ে ১৫ বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১৩ বার।

এই সম্পর্কিত আরো

জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যা বলল জামায়াত

জুলাই সনদ স্বাক্ষর শেষে যা বললেন সালাহউদ্দিন

অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

কী আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়?

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জে জনসমাবেশ

তাহিরপুরে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল, রিলিফ ইঞ্জিন দিয়েই ট্রেন চালু

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সাইডলাইনে একাধিক বৈঠক পাচার করা টাকা ফেরাতে ও সংস্কারে সহায়তা চায় বাংলাদেশ

নির্বাচন নিয়ে দলগুলোর প্রতি যে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

সই হলো জুলাই সনদ, বাস্তবায়ন কীভাবে