✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

বিশ্বনাথের খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের ট্রফি উন্মোচন

জমকালো ও নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। রবিবার (১২ জানুয়ারি) রাতে স্থানীয় রাজাগঞ্জ বাজারে এটি অনুষ্ঠিত হয়। 

খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের সভাপতি ফারহান আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন করেন খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বশর মো. ফারুক, রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এটিএম নুর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।

আরও বক্তব্য রাখেন খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের উপদেষ্টা জমির উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের লিটল স্টার ক্রিকেট ক্লাবের প্রতিনিধি জসিম উদ্দিন।

এছাড়াও, এবারের আসরে অংশ নেওয়া ১২টি ক্লাবের অধিনায়কেরা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ফারুক আহমদ, বিশিষ্ট রেফারি পরতাব মিয়া, যুক্তরাজ্য প্রবাসী দুলাল আহমদ, পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক। 

উল্লেখ্য, আগামি মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে অংশ নিচ্ছে ইউনিয়নের ১২টি ক্লাব। ক্লাবগুলো হলো, তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব, শুভেচ্ছা ক্রিকেট ক্লাব, সোনার বাংলা ক্রিকেট ক্লাব, লিটল স্টার ক্রিকেট ক্লাব, টাইগার ক্রিকেট ক্লাব, একতা ক্রিকেট ক্লাব, ন্যাশনাল ক্রিকেট ক্লাব, সানরাইজ ক্রিকেট ক্লাব, সুপার স্টার ক্রিকেট ক্লাব, এডিবি ক্রিকেট ক্লাব, ইউনিটি ক্রিকেট ক্লাব ও নবদিগন্ত ক্রিকেট ক্লাব।

এই সম্পর্কিত আরো