বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

হংকং-চায়নার সঙ্গে বাংলাদেশের ড্র

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে হংকং-চায়নার ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগটা কাজে লাগায় হাভিয়ের কাবরেরার দল।

রাকিব হোসেন দারুণ এক গোলে দলকে লড়াইয়ে ফেরান। কিন্তু পিছিয়ে পড়ার পর এভাবে ফিরে আসলেও ম্যাচ শেষে জয়ের হাসি হাসতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। পয়েন্ট ভাগাভাগি হয়েছে ম্যাচ।

হংকংয়ের কউলুনের কাই তক স্পোর্টস পার্কে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাগতিকদের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ।

এই ড্রয়ের ফলে এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল হামজা-জামালদের।

ম্যাচের শুরুর ৩০ মিনিটে দুই দলের কেউই আক্রমণ জমাতে পারেনি। গোলশূন্য সমতায় থাকা ম্যাচে বিপদ ডেকে আনেন তারেক কাজী। বক্সের ভেতর ফাউল করে বসেন হংকংয়ের ভেরতে ফের্নান্দো আজেভেদোকে। রেফারি তারেককে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি দেন পেনাল্টির সিদ্ধান্তও।

স্পটকিক থেকে অধিনায়ক ম্যাট ওর গোল করতে ভুল করেননি। হংকং এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধের খেলা শেষে ওই এক গোলেই এগিয়ে ছিল হংকং-চায়না।

বিরতির পর খেলা মাঠে ফিরলে কোচ হাভিয়ের কাবরেরা ৬৪ মিনিটে জায়ানের জায়গায় ফাহামেদুল ও সোহেল রানার জায়গায় জামাল ভূঁইয়াকে নামান মাঠে।

মাঠে নামার ৪ মিনিট পর ম্যাচের ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে বেশ জোরালো এক শট নিয়েছিলেন ফাহামেদুল। তবে হংকং গোলরক্ষক সেটা সহজেই নিয়ন্ত্রণে নেন।

৭৪ মিনিটে সাদের ক্রস থেকে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফাহমেদুল। বলের সঙ্গে কোনো সংযোগ ঘটাতে না পারায় গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

৭৬ মিনিটে সামিত সোমকে পেছন থেকে ট্যাকল করে দ্বিতীয় হলুক কার্ড দেখেন হংকং ডিফেন্ডার অলিভার বেনজামিন। ফলে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

৮০ মিনিটে আবারও পরিবর্তন আনেন কাবরেরা। ম্যাচজুড়ে বিবর্ণ থাকা মোরছালিনকে তুলে নিয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামান কাবরেরা।

দ্বিতীয়ার্ধে একাধিকবার সম্ভাবনা তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। হাতছাড়া হয় বেশ কয়েকটি সহজ সুযোগও। বামপ্রান্ত থেকে ৮৩ মিনিটে ফাহিমের ক্রস থেকে বল পান ফাহামেদুল। বক্সের ভেতর হেডে তিনি বলটা নামান। সেখান থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন সুযোগ সন্ধানি রাকিব।

কিন্তু বাকি সময়ে আর গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে।

গত বৃহস্পতিবার একই প্রতিপক্ষের বিপক্ষে হোম ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়েল মূল পর্বে খেলার আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না হামজা-জামালদের। সেটা না হওয়ায় এখন বাংলাদেশের সব আশা শেষই হয়ে গেল বলা চলে।

এই সম্পর্কিত আরো