বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামানের ঐতিহাসিক প্রতিরোধ - পূণ্যভূমিতে ‘আপসহীন’ নেত্রী বেগম জিয়ার শেষ পদধূলি শাহআরেফীন টিলায় পাথর লুটের মহোৎসব : সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন সিলেটে অ্যাডভোকেট জামানের পক্ষে খালেদা জিয়ার জন্য মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা জকিগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: ১৭৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা কুলাউড়ায় শিশু শিক্ষার্থীর উত্তরপত্র নিয়ে নয়-ছয় এলাকায় ক্ষোভ জামালগঞ্জে ক্রীড়া কম্পাস কিডস অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার দরগাপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন - ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির
advertisement
বিশেষ প্রতিবেদন

জামানের ঐতিহাসিক প্রতিরোধ

পূণ্যভূমিতে ‘আপসহীন’ নেত্রী বেগম জিয়ার শেষ পদধূলি

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ৫ ফেব্রুয়ারি ২০১৮ একটি অবিস্মরণীয় দিন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তথাকথিত রায়ের মাত্র তিন দিন আগে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের এক কঠিনতম মুহূর্তে পা রেখেছিলেন আধ্যাত্মিক রাজধানী সিলেটে। সেই সফরটি কেবল মাজার জিয়ারত ছিল না, বরং তা ছিল তৎকালীন শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে এক অকুতোভয় নেত্রীর জনসমুদ্রে মিশে যাওয়ার শেষ ঐতিহাসিক মুহূর্ত। আজ তাঁর প্রয়াণে সিলেটের রাজপথে সেই রোমাঞ্চকর ও আবেগঘন স্মৃতিগুলো বারবার ফিরে আসছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে।


৫ ফেব্রুয়ারি সকালে ঢাকার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সিলেটের উদ্দেশে রওনা হন বেগম জিয়া। ঢাকা থেকে সিলেট—পুরো মহাসড়ক তখন যেন এক রণক্ষেত্র। তৎকালীন আওয়ামী লীগ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী রাস্তার দু’পাশের দোকানপাট বন্ধ করে দেয়। নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব ও হবিগঞ্জে দফায় দফায় পুলিশি বাধা, টিয়ারগ্যাস ও লাঠিচার্জের শিকার হন নেতাকর্মীরা। তবুও প্রিয় নেত্রীকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষের ঢল নামে। হবিগঞ্জের নবীগঞ্জে নেত্রীর গাড়িবহর লক্ষ্য করে জুতা নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটলেও তিনি এগিয়ে চলেন অটল হিমালয়ের মতো।


সিলেট শহরে প্রবেশের সময় উত্তেজনা তুঙ্গে ওঠে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘোষণা দিয়েছিল তারা বেগম জিয়ার গাড়িবহর সার্কিট হাউসে ঢুকতে দেবে না। 
তৎকালীন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামিল আহমদ এবং মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষারের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে এবং দেওয়ালে লাল রঙের পোস্টার সাঁটিয়ে খালেদা জিয়াকে বয়কট করার ডাক দেয়। তারা সশস্ত্র অবস্থায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।


এমন উত্তপ্ত পরিস্থিতিতে তৎকালীন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান—যার ওপর তখন ৭০টির বেশি মামলা ও ক্রসফায়ারের হুমকি ছিল—তিনি নেত্রীর ফোন পাওয়ার সাথে সাথে তাঁর অনুসারীদের নিয়ে রাজপথে নামেন। জামান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ৪৫ মিনিটের আল্টিমেটাম দিয়ে ঘোষণা করেন ‘শহর খালি না হলে রক্তের বন্যা বয়ে যাবে’। জামানের এই আল্টিমেটামে নড়েচড়ে বসেন আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানসহ শীর্ষ নেতারা। শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়। এরপর সামসুজ্জামান জামান বলয় ও বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে নেত্রীকে নিরাপত্তার চাদরে ঢেকে সার্কিট হাউসে পৌঁছে দেন। নেত্রী সেদিন জামানকে তাঁর সাহসী ভূমিকার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছিলেন।


সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল (রহ.) এবং রাত সোয়া ৭টায় হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন বেগম জিয়া। মাজারের নারী ইবাদতখানায় বসে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত ও ফাতেহা পাঠ করেন। 

হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির তৎকালীন সিনিয়র সহ-সভাপতি ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শেখ মোহাম্মদ মকন মিয়া।


হাজারো নেতাকর্মী তখন মাজারের বাইরে কান্নায় ভেঙে পড়েন, কারণ সবাই আঁচ করতে পারছিলেন ৮ ফেব্রুয়ারি কী ঘটতে যাচ্ছে। মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে স্থানীয় নেতাদের সঙ্গে শেষবারের মতো কথা বলেন তিনি। তাঁর সেই নির্দেশ আজও নেতাকর্মীদের কানে বাজে: যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে হবে।

 

গণমাধ্যমকর্মী নিজাম উদ্দিন টিপু সেই দিনের স্মৃতিচারণ করে বলেন, যখন বেগম জিয়ার গাড়িবহর মাজারের দিকে যাচ্ছিল, তখন সামসুজ্জামান জামান বলয় ও বিএনপি নেতাকর্মীরা বিশাল শোডাউন দিয়ে হজরত শাহজালাল (রহ.) মাজারে আসেন পরে মাজার জিয়ারত শেষে সামসুজ্জামান জামানের নির্দেশেই মোটর শোডাউনের মাধ্যমে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বেগম খালেদা জিয়াকে।


তিনি আরো বলেন, তৎকালীনর আওয়ামী লীগ সরকার ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে সাজা দেয়। তার আগে ৫ ফেব্রুয়ারি ছিল তার শেষ সিলেট সফর। কেবলমাত্র মাজার জিয়ারত করতেই তিনি সিলেটে এসেছিলেন। এরপর তিনি আর তিনি সিলেট আসেননি।


সেই রাতে ১০টার দিকে তিনি সিলেট ত্যাগ করেন। সেটিই ছিল সিলেটের পবিত্র মাটির সঙ্গে তাঁর শেষ সরাসরি সাক্ষাৎ। আজ তাঁর প্রয়াণে সেই ২০১৮ সালের স্মৃতিগুলো সিলেটের রাজপথে এক বিষণ্ণ হাহাকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। সিলেটবাসী চিরকাল মনে রাখবে সেই আপসহীন নেত্রীকে, যিনি সংকটের মুখেও মাথা উঁচু করে শাহজালালের দরবারে লুটিয়ে পড়েছিলেন স্রষ্টার কাছে পানাহ চাইতে।

এই সম্পর্কিত আরো

জামানের ঐতিহাসিক প্রতিরোধ পূণ্যভূমিতে ‘আপসহীন’ নেত্রী বেগম জিয়ার শেষ পদধূলি

শাহআরেফীন টিলায় পাথর লুটের মহোৎসব : সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন

সিলেটে অ্যাডভোকেট জামানের পক্ষে খালেদা জিয়ার জন্য মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা

জকিগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: ১৭৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

কুলাউড়ায় শিশু শিক্ষার্থীর উত্তরপত্র নিয়ে নয়-ছয় এলাকায় ক্ষোভ

জামালগঞ্জে ক্রীড়া কম্পাস কিডস অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন

জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

দরগাপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রয়টার্সের প্রতিবেদন ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির