দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেন ( আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বালাগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) এক শোকবার্তায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামিম আহমদ, সহ সভাপতি মো. আব্দুস শহিদ, সহসভাপতি শাহ মো. হেলাল, যুগ্ম সম্পাদক রাজিব আহমদ রাজিন অর্থ সম্পাদক জাগির হোসেন, দপ্তর সম্পাদক তারেক আহমদ। কার্যনির্বাহী সদস্য রজত চন্দ্র দাস ভুলন, এম এ কাদির, আবুল কাশেম অফিক, ম আ মুকিত।
তাঁরা আবুল হোসেন ( আবুল মোহাম্মদের) বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আবুল হোসেন ছিলেন সিলেটের সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র, সিলেটের সাংবাদিক সমাজ আজ একজন অভিভাবক কে হারাল।
সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।