দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর কমিটির উপদেষ্টা মাওলানা অ্যাডভোকেট আবদুর রকিব।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, প্রয়াত সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, যার লেখনী দেশ ও জাতির কল্যাণে সর্বদা নিবেদিত ছিল। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।