বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং তিনি নিজেই নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
সোমবার দুপুরে নগরের একটি হোটেলে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ দেখছেন। এ বিষয়ে সরকারের সাথে আলোচনা হচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, আগামী দেশের জনগণ বিএনপিকে মেন্ডেট দিলে তারেক রহমানই দেশে দায়িত্ব নিবেন।