রবিবার, ২৪ আগস্ট ২০২৫
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
রাজনীতি

ফজলুরের ‘কালো শক্তি’ মন্তব্যের জবাবে যা বললেন সাদিকুর

৫ আগস্টের ঘটনাকে ‘ষড়যন্ত্র’ অভিহিত করে এর জন্য ‘কালো শক্তি’ দায়ী—বিএনপি নেতা ফজলুর রহমানের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। তার ভাষ্যমতে—ফজলুর রহমানের এই বক্তব্য মুক্তি ও স্বাধীনতার স্বপ্নকে আঘাত করেছে।

সাদিকুর বলেন, যারা ৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে, ফজলুর রহমান তাদের ‘কালো শক্তি’ বলেছেন। অথচ সেখানে হাসিনা বা কাদেরের নাম বলেননি। তিনি অভিযোগ করেন, ফজলুর শুধু এখন না, গত ১০ মাস ধরে একই ধরনের মন্তব্য করে আসছেন।

তিনি বলেন, বিএনপি ফজলুর রহমানের এসব বক্তব্যকে অস্বীকার তো করেইনি, বরং নীরব থেকে সমর্থন জানিয়েছে বলেই মনে হচ্ছে। এতে বোঝা যায়, দল হিসেবে বিএনপি এই বক্তব্যকে ‘ওন’ করে। 

সাদিকুর আরও বলেন, আসিফ মাহমুদ যখন হাসিনাকে পাঠ্যবইয়ে ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট’ হিসেবে লেখার কাজের ঘোষণা দেন, এর ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে যায়। তিনি বলেন, এই প্রচার কে চালাচ্ছে, তা মানুষ ভালো করেই জানে।

তার ভাষায়, এখন এমন অবস্থা হয়েছে যে ৫ আগস্টকে স্বাধীনতা দিবস বলা যাবে না, কিংবা হাসিনাকে গণহত্যাকারী বলা যাবে না। এসবের মাধ্যমে আমাদের হুমকি দেওয়া হচ্ছে।

সাদিকুর দাবি করেন, এক সময় এসব হুমকি আসত আওয়ামী লীগের হাসিনা-কাদেরের পক্ষ থেকে, আর এখন তা আসছে বিএনপির ফজলুর মতো নেতাদের কাছ থেকে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ফজলুরাই আগামী নির্বাচনে এমপি হতে পারেন। তখন তাদের কথাতেই চলবে পুলিশ, ডিবি, প্রশাসন। এই ফজলুরাই হয়তো একদিন আমাদের ৫ আগস্টের ঘটনায় অংশগ্রহণের অভিযোগে তুলে নিয়ে যাবে।

সাদিকুর আরও বলেন, অনেকে মনে করেন আওয়ামী লীগ সরে গেলে বিপ্লবীদের খুন করা হবে। কিন্তু তার মতে, সেটা করতে আওয়ামী লীগের প্রয়োজন হবে না, বিএনপির নেতারাই যথেষ্ট।

তিনি বলেন, আওয়ামী লীগ যেমন ২০০৮ সাল থেকে একটি রাজনৈতিক বয়ান তৈরি করেছিল, যার পরিণতি ছিল শাপলা চত্বরে গণহত্যা— এখন সেই একই ধরনের বয়ান তৈরির কাজ করছে বিএনপি।

সাদিকুরের মতে, এই বয়ানের একমাত্র লক্ষ্য হলো- দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা আনা বিপ্লবীদের ধ্বংস করা। তার ভাষায়, ‘ফজলুদের যদি আমরা জিততে দিই, তাহলে আগামীতে শুধু বিপ্লবের নয়, বিপ্লবীদের মৃত্যুও দেখতে হবে।’

এ ছাড়া সবশেষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাসের যেন পুনরাবৃত্তি না হয়।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানকে এবার ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এবং এর জন্য ‘দায়ী’ করলেন ‘কালো শক্তি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে।

সম্প্রতি একটি টকশোতে এসব কথা বলেন ফজলুর। তার অভিমত,দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ‘ষড়যন্ত্র’ করে আসছে জামায়াত। 

তিনি বলেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির, যাকে সারজিস আলমরা, যারা ওই এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলব, সেই আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।’ 

তিনি আরও যোগ করেন, জামায়াত ‘চক্রান্ত করে’ দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তাদের পেছনে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রও’ আছে। তিনি বলেন, ‘তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সে ষড়যন্ত্রের বহিপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থ-বিত্ত সবকিছু আছে।’ 

তিনি মনে করেন অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামায়াতই আছে। তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি।  

ফজলুর রহমান যোগ করেন, ‘সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে। কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়। বিএনপি নির্বাচন হলেই আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে পাস করবে।’

এই সম্পর্কিত আরো