শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এ দেশের কেউ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। তাই সন্ত্রাসবিরোধী আইনে একে নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া কলেজ মাঠের জনসভায় বৃষ্টিস্নাত বিকালে অর্ধলক্ষাধিক মানুষের বিশাল সমাবেশে সালাহউদ্দিন আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন।