সোমবার, ১৮ আগস্ট ২০২৫
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য চাইল অধিদপ্তর সিলেটের নতুন ডিসি ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সিলেটসহ ছয় বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা সংসদে প্রবাসীদের কণ্ঠস্বর হতে চান আহমদ রিয়াজ অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল ব্যবহার করলে ব্যবস্থা’ ৭ মাসে পারিবারিক সহিংসতায় নিহত ৩২২ জন সাবেক ডিবিপ্রধান হারুন, সিলেটের সাবেক এসপি ফরিদসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা ‘সিলেটে প্রতিটি ট্রাফিক পয়েন্টে নির্মিত হচ্ছে পুলিশ বক্স’
advertisement
রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠান কোনো দলের দখলের বিরুদ্ধে বিএনপি: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু কোনো দলের প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এমনভাবে চাপানো ঠিক না, যেটাতে মনে হয় যেন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হয়েছে। এটা জবরদস্তি। সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক। আমরা (বিএনপি) এটার বিরোধী। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের নেতাদের সঙ্গে লিঁয়াজো কমিটির সভা শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান এসব বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা চেষ্টা করবো কোনো প্রতিষ্ঠানেই যেন কোনো ধরনের জবরদস্তি না হয়। সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী, যা অনুশীলন করতে চায় তা করতে পারে। 

তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে নিশ্চিত করবো যাতে আরবি বিশ্ববিদ্যালয়সহ কোন শিক্ষাপ্রতিষ্ঠান যেনো কারো দখলে না থাকে। শিক্ষার প্রকৃত অগ্রগতি যেন নিশ্চিত হয়।

এর আগে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।

জনমত গঠনে আলেম-ওলামাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মন্তব্য করে নজরুল ইসললাম খান বলেন, আমাদের নেতা (জিয়াউর রহমান) বিএনপির প্রতিষ্ঠাতা এমন এক সময়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যখন এ দেশের মানুষেরা এমন একটি রাজনৈতিক দল দেখতে চেয়েছিল যে দল তাদের আদর্শকে ধারণ করবে, ধর্মীয় মূল্যবোধের প্রতি অনুগত থাকবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মনোভাব ধারণ করবে। এ কারণে তিনি (জিয়াউর রহমান) সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং মূলনীতিতে ‘আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা’র কথা বলেছেন। 

বিএনপির এই নেতা বলেন, শহীদ জিয়া যা করেছিলেন পরবর্তীতে তা অন্যরা বদলাতে পারেনি, এরপরে অনেক সরকার এসেছে, কিন্তু বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেওয়া সম্ভব হয়নি। আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা বাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সম্ভব হয়নি।

নজরুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন। আপনাদের হাত দিয়ে প্রতি বছর লাখ লাখ ছেলে-মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং তারা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, দোয়া চাইতে এসেছি। আমি বিশ্বাস করি আপনাদের দোয়া সহযোগিতা আমাদের খুব কাজে লাগবে।

স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজনকারী দল এবং মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযুক্তকারী দল। এবারও সংস্কার কমিশনে আমার এর পক্ষে অবস্থান নিয়েছি এবং প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা মাদ্রাসা শিক্ষা সম্প্রসারণ চাই। কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির কেন্দ্র হিসেবে পরিণত হোক সেটা চাই না।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ইসলাম, কোরআন, সুন্নাহর বিপরীতে শরীয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী সমস্ত মানুষের সাথে কথা বলেছি। আমরা হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমিরের সঙ্গে কথা বলেছি, ছারছীনা পীর সাহেবের সঙ্গে দেখা করেছি, আলিয়া মাদ্রাসা ধারার যেসকল মুরব্বি আছেন তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। 

এসবের উদ্দেশ্য একটাই উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের সকল জনগোষ্ঠিকে আমরা একত্রিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না। সবাইকে একত্রে ধারণ করে, বাংলাদেশের গণমুখী চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতাান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করতে চাই। সেজন্য আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল মতাদর্শের মানুষের সাথে কথা বলেছি। যাতে সবাইকে একসঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সমুন্নত করা যায়, দৃঢ় করা যায়। বিভক্তি নয় আমরা ঐক্য চাই।

বাংলাদেশ জমিয়াতুল মোদররেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, ২০ হাজার দরবার, ২০ হাজার প্রতিষ্ঠান ও ৫৫ লাখ ছাত্র-ছাত্রীর প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। এর আগে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা আরো বেশি থাকলেও বিগত আওয়ামী সরকারের মাদ্রাসা বিরোধী কর্মকাণ্ডের কারণে ছাত্রছাত্রী অনেক কমেছে। তবে এখনো ৫৫ লাখ শিক্ষার্থী আছে এবেং ২০ হাজার প্রতিষ্ঠান আছে।

গত ১০ মাস ধরে মাদ্রাসা শিক্ষায় জামায়াতে ইসলাম একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মন্তব্য করে জমিয়াত সভাপতি বলেন, এ দেশের মানুষ নিজেদের অর্থে মাদ্রাসা শিক্ষা শুরু করেছেন। কোনো  রাজনৈতিক উদ্দেশ্যে করেননি। ইসলামী ভাবধারা, ইসলামী তাহজিব, তামাদ্দুন, এদেশে ত্বরিকা, তাসাউফ যদি ঠিক থাকে— শুধু এ উদ্দেশ্যে এটা করা হয়েছে। মাদ্রাসাগুলোতে এতো বছর কেউ কেউ রাজনীতি করেছে ব্যক্তিগতভাবে। জমিয়াতুল মোদাররেছিন সচেতনভাবে চেষ্টা করেছে যাতে কোনো ধরনের রাজনীতি করতে না পারে। এতোদিন গোপনে অনেকে অনেক কিছু করছে। কিন্তু গত ১০ মাস ধরে আমরা শঙ্কিত। মাদ্রাসা শিক্ষায় সরাসরি হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ করছে জামায়াত। এটা সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। এসময় জমিয়াতের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য চাইল অধিদপ্তর

সিলেটের নতুন ডিসি ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

সিলেটসহ ছয় বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

সংসদে প্রবাসীদের কণ্ঠস্বর হতে চান আহমদ রিয়াজ

অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল ব্যবহার করলে ব্যবস্থা’

৭ মাসে পারিবারিক সহিংসতায় নিহত ৩২২ জন

সাবেক ডিবিপ্রধান হারুন, সিলেটের সাবেক এসপি ফরিদসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা

‘সিলেটে প্রতিটি ট্রাফিক পয়েন্টে নির্মিত হচ্ছে পুলিশ বক্স’