বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অবৈধ বালু উত্তোলন রোধে চুনারুঘাটে প্রশাসনের অভিযান, ট্রাক্টর ও মেশিন জব্দ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আট মাস দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন মোমেন সিলেটের লাভলী রোড থেকে ৬ লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার সেলিম- জাবেদ খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী: মুক্তাদির প্রশাসনের নাকের ডগায় মাটি পাচার, হুমকিতে কৃষি জমি তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের বানিয়াচংয়ে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার সিলেট-৬ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ফখরুল ইসলাম নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
advertisement
রাজনীতি

যুক্তরাজ্য বিএনপির নেতা সুহেল স্বদেশ প্রত্যাবর্তন, সংবর্ধিত

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য বিএনপির নেতা ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং বালাগঞ্জে পৃথকভাবে জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়।

দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পরে একটি বর্ণাঢ্য গাড়ি বহর সহকারে সুহেল আহমদকে বালাগঞ্জে নিয়ে যাওয়া হয়।

বেলা ২টার দিকে বালাগঞ্জে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় বালাগঞ্জের রাজনীতিতে সুহেল আহমদের ভূমিকা ও তাঁর প্রবাস জীবনের ত্যাগ নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

এরআগে সকাল ১১টার দিকে বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, "দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে এসে সুহেল আহমদ নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার এই প্রত্যাবর্তন আমাদের দলের জন্য আশীর্বাদস্বরূপ।

বালাগঞ্জের সংবর্ধনায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, সহসভাপতি লুৎফুর রহমান, মকবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, শেখ সুহেল আহমদ বকুল, আব্দুল মুনিম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সেফুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, "দীর্ঘ প্রবাস জীবনে দলের প্রতি সুহেল আহমদের যে অবিচল নিষ্ঠা ও ত্যাগ ছিল, তা আমাদের অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি, তাঁর প্রত্যাবর্তন বালাগঞ্জ বিএনপির কার্যক্রমে আরও গতি সঞ্চার করবে।

সংবর্ধিত বিএনপির নেতা সুহেল আহমদ তাঁর বক্তব্যে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গভীর আবেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান এবং নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ত্যাগ আমাদের চলার পথকে আলোকিত করে।

তিনি তাঁর প্রয়াত পিতা, বালাগঞ্জ উপজেলা বিএনপির প্রবীণ নেতা গেদাই মিয়ার স্মৃতিচারণ করে বলেন, "আমার পিতার ত্যাগ ও আদর্শ আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আমি তাঁর দেখানো পথে দলের জন্য কাজ করে যেতে চাই।

শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "বিএনপির প্রতিটি নেতাকর্মী যদি একযোগে কাজ করে, তাহলে দেশের গণতন্ত্র পুন.প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব।

এই সম্পর্কিত আরো

অবৈধ বালু উত্তোলন রোধে চুনারুঘাটে প্রশাসনের অভিযান, ট্রাক্টর ও মেশিন জব্দ

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

আট মাস দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন মোমেন

সিলেটের লাভলী রোড থেকে ৬ লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার সেলিম- জাবেদ

খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী: মুক্তাদির

প্রশাসনের নাকের ডগায় মাটি পাচার, হুমকিতে কৃষি জমি

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

বানিয়াচংয়ে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার

সিলেট-৬ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ফখরুল ইসলাম

নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা