বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত - সাদাপাথর ও জাফলং বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত নিল প্রশাসন সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন কুলাউড়ায় যানজট নিরসনে বৈঠক, নিয়ম ভাঙলেই ব্যবস্থা: ইউএনও জাফলংয়ে জেলা প্রশাসনের অভিযান স্থলবন্দর নিয়ে ক্ষমতা কায়েমের নতুন বিতর্ক - “নির্বাচন বানচাল করে তামাবিল স্থলবন্দরের অঘোষিত সম্রাট শাহপরাণ” সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কিনা, জানা যাবে ২ সেপ্টেম্বর সুনামগঞ্জে বিজিবির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ রায়হান হত্যা মামলা - জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার সিলেটে এবার মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
advertisement
রাজনীতি

জুতার মালা পরানোয় মায়াকান্না করছেন, গুমের জন্য তো সহানুভূতি শুনলাম না: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন, কিন্তু গুমের জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না। 

তিনি বলেন, গুম নির্যাতনের শিকার হওয়াদের পরিবারগুলোর জন্য কি গণমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে? এ হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য—সময় বদলায়, কিন্তু তার বয়ান বদলায় না। এমন এক পরিবেশ তৈরি করে দেয়, যেখানে নুরুল হুদার গলায় জুতার মালা পরানো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের গল্পের চেয়ে।

বুধবার (২৫ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মায়ের ডাক এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত ‘নির্যাতনের শিকারদের সহায়তা, বিচার ও ক্ষতিপূরণ’ নিয়ে জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। 

সভায় গুম এবং নির্যাতনের শিকার হওয়া অনেক পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার বিবরণ তুলে ধরেন। এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

ফুয়াদ বলেন, একজন মা এসে আমাকে জিজ্ঞেস করলেন, ভাই, আর কত কাঁদলে আমরা বিচার পাব? এইটা বলে দেন। তাহলে আমরা আরও কিছুদিন কাঁদবো, তারপর থামবো। 

তিনি বলেন, আমার ব্যাংকের অ্যাকাউন্ট ভাঙতে পারছি না, এফডিআর ভাঙতে পারছি না, জমির মিউটেশন করতে পারছি না, মেয়ের বিয়ে দিতে পারছি না। সমাজে তো একটা ট্যাবু আছে—বাবা না থাকলে, তার ওপরে গুজব থাকে। ও মাস্তান ছিল, চাঁদাবাজ ছিল, বিএনপি করতো—এসব রটানো হয়। সেই কারণে মেয়ের বিয়েতে সমস্যা হয়।

এই সম্পর্কিত আরো

পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত সাদাপাথর ও জাফলং বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত নিল প্রশাসন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন

কুলাউড়ায় যানজট নিরসনে বৈঠক, নিয়ম ভাঙলেই ব্যবস্থা: ইউএনও

জাফলংয়ে জেলা প্রশাসনের অভিযান

স্থলবন্দর নিয়ে ক্ষমতা কায়েমের নতুন বিতর্ক “নির্বাচন বানচাল করে তামাবিল স্থলবন্দরের অঘোষিত সম্রাট শাহপরাণ”

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কিনা, জানা যাবে ২ সেপ্টেম্বর

সুনামগঞ্জে বিজিবির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

রায়হান হত্যা মামলা জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

সিলেটে এবার মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা