রবিবার, ১০ আগস্ট ২০২৫
রবিবার, ১০ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রসূন আজাদের অশ্লীল মেসেজের স্ক্রীনশট ফাঁস লন্ডনে ‘ফিলিস্তিন অ্যাকশন’ সমর্থনে বিক্ষোভ করায় গ্রেপ্তার ১৫০ ইসরাইলের দখল পরিকল্পনার প্রতিক্রিয়া, মরলেও গাজা সিটি ছাড়ব না সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ারের ওপর হামলা - গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের শোক ও নিন্দা বিচারকাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা হুমকি দেন ডায়েট সফট ড্রিংক স্ট্রোক-আলঝেইমারের ঝুঁকি বাড়াতে পারে তিনগুণ জামায়াত আমিরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান - জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না: আব্দুর রহমান মূসা ‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ জাতি যেনতেন নির্বাচন কিছুতেই মেনে নেবে না : মোবারক হোসাইন সিলেট-২ আসনে হাফিজ হুসাইন আহমদকে জমিয়তের প্রার্থী ঘোষণা
advertisement
রাজনীতি

জাতীয়তাবাদী সমমনা জোটের বিবৃতি

নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত স্বস্তির বার্তা

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। 

তারা বলেন, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে- তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, আশার আলো।

শনিবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোট নেতারা এসব কথা বলেন।

বিবৃতিতে সমমনা জোটের শীর্ষ নেতারা বলেন, ‘দেশবাসীর প্রত্যাশা, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত এই ফলপ্রসূ বৈঠকের মধ্য দিয়ে এখন সংস্কার এবং বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে, দেশের গণতন্ত্রে উত্তরণের পথও আরও সহজতর হবে। সেদিক থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুই নেতার শীর্ষ পর্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

তারা বলেন, ‘বৈঠকে নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা এবং বিচার ও সংস্কার কাজে দ্রুত অগ্রগতি অর্জন করার যে আলোচনা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক বলে মনে করি।’

জোটের শীর্ষ নেতারা আরও বলেন, ‘এই বৈঠকে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হলো। এ ছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণের যে প্রত্যাশা ছিল, এই বৈঠকের মধ্য দিয়ে সেই প্রত্যাশাও অনেকখানি অর্জন হয়েছে বলে দেশবাসী মনে করে।’ 

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ এবং বাংলাদেশ ন্যাপের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বারেক।

এই সম্পর্কিত আরো

প্রসূন আজাদের অশ্লীল মেসেজের স্ক্রীনশট ফাঁস

লন্ডনে ‘ফিলিস্তিন অ্যাকশন’ সমর্থনে বিক্ষোভ করায় গ্রেপ্তার ১৫০

ইসরাইলের দখল পরিকল্পনার প্রতিক্রিয়া, মরলেও গাজা সিটি ছাড়ব না

সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ারের ওপর হামলা গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের শোক ও নিন্দা

বিচারকাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা হুমকি দেন

ডায়েট সফট ড্রিংক স্ট্রোক-আলঝেইমারের ঝুঁকি বাড়াতে পারে তিনগুণ

জামায়াত আমিরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না: আব্দুর রহমান মূসা

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

জাতি যেনতেন নির্বাচন কিছুতেই মেনে নেবে না : মোবারক হোসাইন

সিলেট-২ আসনে হাফিজ হুসাইন আহমদকে জমিয়তের প্রার্থী ঘোষণা