বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই - প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান
advertisement
রাজনীতি

মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে অবস্থান করছেন। মায়ের সঙ্গে দেখা করতেই ঈদুল আজহার আগের দিন, অর্থাৎ গত শুক্রবার (৬ জুন) তিনি ভারতে এসেছেন।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছেলে জয়ের এটিই প্রথম সাক্ষাৎ।

ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে সূত্রগুলো বলছে, ক্ষমতা হারানোর পর মা-ছেলের এই সাক্ষাৎ অনেকটাই পারিবারিক, যতটা না রাজনৈতিক।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেয়।

কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। তার কয়েক দিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। তবে, তা কয়েক মাস পরে ভারতে জয়ের আসার কথা ছিল। কিন্তু তিনি তার সফর এগিয়ে আনেন।

ভারতে পৌঁছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে সেখানে পৌঁছিয়ে দেয়া হয়, শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন।

এছাড়া, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। তার সঙ্গে ভাই জয়ের দেখা হয়েছে কি না, সেটা কোনো সূত্র থেকেই নিশ্চিত করা যায়নি বলে বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

এদিকে, ভারত সফরে এসে জয় কলকাতায়ও আসতে পারেন বলে শোনা গিয়েছিল। কলকাতা এবং তার আশপাশের এলাকায় অবস্থান করা আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক এমপি ও মন্ত্রী এবং দলটির ঘনিষ্ঠজনদের সঙ্গে বৈঠক করতে পারেন জয়, সেই গুঞ্জনও রয়েছে।

তবে, ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে, অন্তত এবার তার কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই। এছাড়া, জয়ের দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই, তা জানা গেছে আওয়ামী লীগ সূত্রে।

এই সম্পর্কিত আরো

দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই

রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার

স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক

জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান