বুধবার, ০৬ আগস্ট ২০২৫
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপি-জামায়াতের পৃথক বিশাল মিছিল গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি'র বিজয় মিছিল বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা শান্তিগঞ্জে জামায়াতের গণ মিছিল কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত বানিয়াচংয়ে জুলাই গন অভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির পৃথক বিজয় র‌্যালি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি ও আলোচনা সভা বিশ্বনাথে বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা

বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে নগরীর সেনপাড়ায় “স্কাই ভিউ” বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। 

হামলার ঘটনা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা প্রতিহতের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে খবর ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, রাত ৮টার দিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরে অবস্থান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রংপুর প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সেনাপাড়ায় জিএম কাদেরের বাসভবনের দিকে রওয়ানা হয়। পরে তারা সেখান থেকে ফিরে এসে গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জিএম কাদেরের বাসায় অবস্থান করা যুব সংহতির সভাপতি নাজিম জানান, হামলার সময় জিএম কাদের বাসাতেই অবস্থান করছিলেন। আকস্মিকভাবে হামলা চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা দুঃখজনক। প্রশাসন কোনো ভূমিকা নেয়নি।”

রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, “আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আজকে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন বলেন, “আমরা স্কাই ভিউ ঘিরে রেখেছি। জিএম কাদের নিরাপদে আছেন। আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, “আমি পারিবারিক কাজে ব্যস্ত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। অবস্থান কর্মসূচি পালন করেছে। কারও বাসায় হামলা ও আগুন দেওয়ার বিষয়ে জানা নেই।”

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এরও আগে, বিকেলে রংপুরে জিএম কাদের সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপি-জামায়াতের পৃথক বিশাল মিছিল

গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি'র বিজয় মিছিল

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

শান্তিগঞ্জে জামায়াতের গণ মিছিল

কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত

বানিয়াচংয়ে জুলাই গন অভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির পৃথক বিজয় র‌্যালি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি ও আলোচনা সভা

বিশ্বনাথে বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত