অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ অথবা পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না মর্মে লিখিত বন্ড দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে ইশরাক লিখেছেন, ‘তিনজন পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি বন্ডে সই করতে হবে যে, তাঁরা পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না। এটি কোনোভাবেই আপসযোগ্য নয়।’
এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিষয়ে ইশরাক লিখেছেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে সম্ভাব্য কোনো হুমকি থাকলে তা জানা যায়।’
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভবনে আজ শনিবার সকাল থেকে ফের অবস্থান কর্মসূচি শুরু করেছেন ডিএসসিসির কয়েক শ কর্মচারী। তাঁরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা জানান, ইশরাককে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তাঁরা সরে যাবেন না।