মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকাণ্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলো হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানা গেছে, ২০১৭ সালের এপ্রিল মাসে শরিয়তপুর জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি।
উল্লেখ্য, ১০ মে শনিবার শরীয়তপুর সদর, শরীয়তপুর পৌরসভা, জাজিরা উপজেলা, জাজিরা পৌরসভা, নড়িয়া উপজেলা, নড়িয়া পৌরসভা ও সখিপর থানা কমিটি বিলুপ্ত করে শরীয়তপুর জেলা যুবদল।