সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তাঁর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। আজ শনিবার (১০ মে) রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবরস্থানে যান তাঁরা।
সেখানে পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য জানান।
২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। তিনি স্ত্রী এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।