মঙ্গলবার, ০৬ মে ২০২৫
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
রাজনীতি

দেশে পৌঁছেছেন খালেদা জিয়া

অভ্যর্থনা জানাতে ঢাকায় সিলেটের বিএনপি নেতাকর্মীরা

চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় সকাল দশটা ৪০ মিনিটের দিকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবেক এ প্রধানমন্ত্রী।

 

এ সময় তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ড. এ জেড এম জাহিদের নেতৃত্বাধীন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের ৯ জন একই বিমানে দেশে পৌঁছেছেন। 

 

দীর্ঘ সময় চিকিৎসা শেষে দেশে ফেরায় অভ্যর্থনা জানাতে ঢাকায় উপস্থিত হয়েছেন সিলেটের বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মীরা। 

 

মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক (সিলেট বিভাগ) সম্পাদক মিফতাহ সিদ্দিকী। 

 

মিফতা সিদ্দিকী জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিলেটের কৃতি সন্তান ডা. জোবাইয়া রহমানসহ অন্যান্যদের স্বদেশ আগমন উপলক্ষ্যে অভ্যর্থনা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ম্যাডাম আসছেন ১১টার দিকে। এয়ারপোর্টের ভিতরেই দেখার সুযোগ হয়েছে, তবে কথা বলার তেমন সুযোগ হয় নি। 


মিফতাহ সিদ্দিকী আরও জানান, সিলেট ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট বিএনপির অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

 

জানা যায়, বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’-এর পথে কিছুক্ষণের মধ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন। দলের নেত্রীকে এক পলক দেখতে বিমানবন্দর এলাকা ও গুলশানে সিলেটসহ সারাদেশের লাখো নেতাকর্মী ভিড় করে আছেন।

এই সম্পর্কিত আরো