বুধবার, ০৭ মে ২০২৫
বুধবার, ০৭ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
রাজনীতি

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন,  দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করে দেশে ফিরেছেন খালেদা জিয়া। এতে শারীরিকভাবে ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন তিনি। খালেদা জিয়া এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান বলেও উল্লেখ করেন তিনি।

ডা. জাহিদ বলেন, চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রাণালয়সহ আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্য ও দেশের মানুষ নানাভাবে ভূমিকা পালন করেছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া।

ডা. জাহিদ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

এই সম্পর্কিত আরো