বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরিয়েছি। আমাদের সজাগ থাকতে হবে আরেক ফ্যাসিস্ট সরকার যাতে আমাদের মাথা চেপে না বসে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আগামীতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। দেশ মেরামতের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন সেটুকু সংস্কার করে একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১২ টার দিকে সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অন্যতম উদাহারণ হচ্ছে ইলিয়াস আলীকে গুম করা। ভারত বিরোধী টিপাইমুখ বাঁধ আন্দোলন করার কারণে তাকে শেখ হাসিনা গুম করে। যে নেতা-নেত্রীরা জনগণ ও কর্মীদের বিপদে ফেলে নিজেকে বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যায় সেই দলের পিছনে রাজনীতি করা যুক্তিসঙ্গত না। কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করে ভারতে পালিয়ে গিয়েছে হাসিনাসহ তার ৩০০ মন্ত্রী-এমপিরা, এমন নজির বিশ্বে নেই। স্কুল-কলেজ উন্নয়নের জন্য দেশে কিন্তু এখন কোনো ফান্ড নেই। এই ক্ষতিপূরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগনের উপর ভ্যাট বাড়িয়ে দিয়েছে। সেটা আপনাদের-আমাদের সবারই ভোগ করতে হবে।
গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক মো. ছাইদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি আসকির আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, সাবেক চেয়ারম্যান কওছর আহমদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মোজাম্মেল হক মৃধা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবিদা নওরিন, ফাতেমা সানজিদা ও রাজমিন নাহার জেরিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন, ওসমানীনগর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ,জমির আহমদ,উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আকিক আহমদ চৌধুরী, ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রকিব আলী,ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক আল মাসুম আবির, ফুজায়েল আহমদ, রাজু আহমদ রাজ প্রমুখ।