রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কর্মজীবী নারীদের মুখোমুখি খন্দকার মুক্তাদির, কর্মসংস্থান ও জলাবদ্ধতা সমাধানের প্রতিশ্রুতি সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার বানিয়াচংয়ে ৩টি এয়ারগান ও ১৪০০ রাউন্ড গোলাবারুদসহ যুবক আটক ২ মাস পর এনআইডি সংশোধন সেবা চালু কুলাউড়ায় অধ্যক্ষ আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল বালাগঞ্জের নিয়ামতপুরে ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এশিয়ার মধ্যে প্রথমবার ১৬ রূপে সরস্বতী পূজা, শ্রীমঙ্গলের লালবাগে ঐতিহাসিক অনুষ্ঠান হারানো প্রভাতী মক্তব ফিরল বালাগঞ্জের বশিরপুর মাস্টার বাড়িতে কুলাউড়ায় কুষ্ঠ রোগ মোকাবিলায় র‍্যালি ও জনসচেতনতা কার্যক্রম সুনামগঞ্জে বিপুল পরিমাণ শিষা বুলেটসহ একজন আটক
advertisement
রাজনীতি

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, আর সেই স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্রদের আন্দোলন। এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। যেমন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন, চিকিৎসা সুবিধা যেন সবাই পায়, রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে, যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রামে নগরীর পলোগ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না। মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদের দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না।

চট্টগ্রামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, চট্টগ্রামে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এ চট্টগ্রামের সঙ্গে আমি এবং আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে। যার মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার সুবিধা পায়।


বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি একমাত্র দল, যারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সরকার গঠনে সমর্থ হলে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। আমরা স্বাস্থ্যসেবা মানুষের ঘরে পৌঁছে দেব। সারা দেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে।

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হলে কৃষির উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এ জন্য আমরা কৃষক ও কৃষাণীদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। ওই কার্ড ব্যবহার করে তার স্বল্পমূল্যে ঋণ নিতে পারবে।

নারীকে কর্মহীন রেখে দেশকে প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব নয় জানিয়ে তারেক রহমান বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনা বেতনে করা হয়েছিল। আমরা নারীদের স্বাবলম্বী করে তুলতে চাই। গ্রামগঞ্জসহ প্রত্যন্ত অঞ্চলে নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, যে পরিকল্পনা গ্রহণ করেছে, সরকারে গেলে ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করব। পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা বিএনপির পাশে থাকেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও খাল খনন করবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি সরকার। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকার গঠন করলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

এর আগে দুপুর ১২টা ২১ মিনিটে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশস্থলে তারেক রহমানের গাড়ি প্রবেশ করে। কঠোর নিরাপত্তার মধ্যে তারেক রহমান মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। হাস্যোজ্জ্বল বিএনপি চেয়ারম্যানও হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

এটি তারেক রহমানের নির্বাচনী প্রচার দ্বিতীয় পর্ব; গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান।

এই সম্পর্কিত আরো

কর্মজীবী নারীদের মুখোমুখি খন্দকার মুক্তাদির, কর্মসংস্থান ও জলাবদ্ধতা সমাধানের প্রতিশ্রুতি

সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

বানিয়াচংয়ে ৩টি এয়ারগান ও ১৪০০ রাউন্ড গোলাবারুদসহ যুবক আটক

২ মাস পর এনআইডি সংশোধন সেবা চালু

কুলাউড়ায় অধ্যক্ষ আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

বালাগঞ্জের নিয়ামতপুরে ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এশিয়ার মধ্যে প্রথমবার ১৬ রূপে সরস্বতী পূজা, শ্রীমঙ্গলের লালবাগে ঐতিহাসিক অনুষ্ঠান

হারানো প্রভাতী মক্তব ফিরল বালাগঞ্জের বশিরপুর মাস্টার বাড়িতে

কুলাউড়ায় কুষ্ঠ রোগ মোকাবিলায় র‍্যালি ও জনসচেতনতা কার্যক্রম

সুনামগঞ্জে বিপুল পরিমাণ শিষা বুলেটসহ একজন আটক