বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্যবানদের সম্পদে দরিদ্র মানুষের হক রয়েছে। কনকনে শীতে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই প্রকৃত মানবিক সেতুবন্ধন রচিত হয়।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকায় ‘শহীদ ওয়াসিম ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ, বীর চট্টলার সন্তান ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের রক্তের বিনিময়ে আমরা যে গণতন্ত্র ও স্বাধীনতার স্বপ্ন দেখি, তা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। শহীদদের এই আত্মদান আমাদের দেশপ্রেম ও জনগণের অধিকার আদায়ে আজীবন অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, আমাদের সামান্য সহযোগিতা একজন শীতার্ত মানুষের জীবনে এক টুকরো সুখ এনে দিতে পারে। মানুষের প্রতি মমত্ব ও ভালোবাসা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাইলেই যে যার অবস্থান থেকে এই দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি।
শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ কামরুজ্জামান জুবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ শান্তিনগর এলাকার শতাধিক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।