বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ প্রার্থী কানাইঘাটে তথ্য অফিসের উদ্যেগে ‘ভোটের রিকশা’র উদ্বোধন সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুলাউড়ায় এনসিপি’র ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা সিলেটে মাশরুম চাষ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা শ্রীমঙ্গলে হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন গোলাপগঞ্জ ছাত্রদের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া, পৌর আহবায়ক তারেক
advertisement
রাজনীতি

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ এখন অনেক সচেতন, এখন মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে যাবে, দলের অঙ্গীকার, বক্তব্য, নিজের চরিত্র নিয়ে যাবে, নিজেদের কার্যক্রম নিয়ে যাবে। জনগণ অতীত-বর্তমান বিবেচনা করে কার ওপরে আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিরপুরে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেশে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে জনমতের প্রতিফলন ঘটবে, ভয়ভীতির পরিবেশ থাকবে না। মানুষ স্বস্তির সঙ্গে ভোট দেবে এমন নির্বাচনই চায় জামায়াতে ইসলামী।

তিনি বলেন, যদি দলের (জামায়াতের) কেউ আচরণবিধি লঙ্ঘন করেন, তা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে। তাদের জানাবেন। তারা তাদের মতো উদ্যোগ নেবেন, আমাদের জানাবেন। আরও অনেক পদক্ষেপ আছে, তারা সেটা নিতে পারেন। কিন্তু কোনও ব্যক্তি বা দলের কোনও ধরনের এখতিয়ার নেই কোনও ধরনের মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। আমরা দেখতে চাই, এই মব যেন এখানেই শেষ হয়।

৩০০ আসনে যারা অংশ নিচ্ছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দয়া করে জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিতে পছন্দমতো প্রতীক বাক্সে ফেলার সুযোগ দিন। ভোটারকে সহযোগিতা করা সব দলের প্রার্থীদের দায়িত্ব।

জামায়াত আমির বলেন, আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমরা দুর্নীতি-দুঃশাসনমুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। সেই সমাজে আর ফ্যাসিজম ফিরবে না। আমরা দুটো নির্বাচনে অংশ নেবো। জাতীয় নির্বাচন ও গণভোট।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, গতকাল শুধু ভাইদের গায়ে নয়, আমাদের মা-বোনদের গায়েও হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এই সম্পর্কিত আরো

জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল

সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ প্রার্থী

কানাইঘাটে তথ্য অফিসের উদ্যেগে ‘ভোটের রিকশা’র উদ্বোধন

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কুলাউড়ায় এনসিপি’র ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা

সিলেটে মাশরুম চাষ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

শ্রীমঙ্গলে হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গোলাপগঞ্জ ছাত্রদের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া, পৌর আহবায়ক তারেক