কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল মোমিন বলেন, ‘হাসপাতালে আসার আগেই উনার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। এই ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।
একইসঙ্গে এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতের এমপিপ্রার্থী মুফতি আমির হামজা এ তথ্য জানান।
ওই পোস্টে তিনি বলেন, আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি।হে আল্লাহ এ কোন পরিক্ষা??
এদিকে জেলা আমিরের মৃত্যুতে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।