শহিদ ওয়াসিম ব্রিগেড পাবনা জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) শহিদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ কামরুজ্জামান জুবেদ ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আকাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে ইঞ্জিনিয়ার মিজানুর রহমানকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার রাজিব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া রশিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি নাজির সরদার, সহ-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ শান্ত আলী সরকার এবং প্রচার সম্পাদক আবির হোসেন। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সোহান মন্ডল, মিজানুর রহমান তোতন ও আলেপ উদ্দিন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটি পাবনা জেলায় সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে এবং দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করবে।