সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ‘শহীদ ওয়াসিম ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটি। আজ সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে মরহুমার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ কামরুজ্জামান জুবেদ, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আকাশ এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মেম্বার।
আরও উপস্থিত ছিলেন কমিটির অর্থ সম্পাদক জাফর ইকবাল, আক্তার হোসেন মিন্টু, শফি উল্লাহ স্বপন, কাজী রঞ্জু, ওয়াইদুল, রতন, নয়নসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রাম আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
উল্লেখ্য, গত বছর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর থেকে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন নিয়মিতভাবে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচির আয়োজন করে শহীদ ওয়াসিম ব্রিগেড।