বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাহআরেফীন টিলায় পাথর লুটের মহোৎসব : সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন সিলেটে অ্যাডভোকেট জামানের পক্ষে খালেদা জিয়ার জন্য মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা জকিগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: ১৭৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা কুলাউড়ায় শিশু শিক্ষার্থীর উত্তরপত্র নিয়ে নয়-ছয় এলাকায় ক্ষোভ জামালগঞ্জে ক্রীড়া কম্পাস কিডস অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার দরগাপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন - ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন
advertisement
রাজনীতি

রয়টার্সের প্রতিবেদন

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির

সব দেশের সঙ্গে খোলামেলা সম্পর্ক হতে হবে, এছাড়া উন্নতির আর কোনো বিকল্প নেই বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই প্রেক্ষাপটে সব দেশের মতোই ভারতীয় কূটনীতিকের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। তবে ওই কূটনীতিকের অনুরোধে বৈঠকের বিষয়টি গোপন রেখেছিলেন জামায়াত আমির।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ডা. শফিকুর রহমান।

নিজের অফিসে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির শফিকুর রহমান রয়টার্সকে বলেন, ‘আমরা চাই আমাদের দেশ পাঁচ বছর স্থিতিশীল থাকুক। যদি দলগুলো একত্রিত হয়, আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব।’

খবরে বলা হয়েছে, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এমন সময় জামায়াত আমির নিশ্চিত করেছেন, এ বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে।

তিনি নিশ্চিত করেছেন, এই বছর শুরুর দিকে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকরা যেভাবে প্রকাশ্যে তার সঙ্গে দেখা করেছেন, ভারতীয় কর্মকর্তা সেভাবে দেখা করতে চাননি।

‘ওই বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন,’ বলেছেন ডা. শফিকুর। ‘আমাদের সবাইকে এবং একে অপরকে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য কোনো বিকল্প নেই,’ তিনি বলেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে জামায়াত আমিরের সঙ্গে তাদের কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি তারা। কিন্তু ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে।

পাকিস্তানের সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে দলটির আমির বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কখনোই কোন একটি দেশের পক্ষেও ঝুঁকিনি। বরং, আমরা সকলকে সম্মান করি এবং জাতির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই।’

আগামীতে সরকার গঠন প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা, যে দল সবচেয়ে বেশি আসন পাবে। জামায়াত যদি সর্বোচ্চ আসন পায়, তবে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না, সে সিদ্ধান্ত দল নেবে।

শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে তিনি উদ্বেগজনক মনে করেন। তার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘কোনো সরকার বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিতে থাকবে না।’ ২০২৩ সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হন সাহাবুদ্দিন। তিনি নিজেও সম্প্রতি রয়টার্সকে বলেছেন, ‘প্রয়োজনে মেয়াদের মাঝপথে পদ ছাড়তে তিনি প্রস্তুত।’

তবে রয়টার্সের কাছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি বিষয়টি আরও জটিল করতে চাই না।’

এই সম্পর্কিত আরো

শাহআরেফীন টিলায় পাথর লুটের মহোৎসব : সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন

সিলেটে অ্যাডভোকেট জামানের পক্ষে খালেদা জিয়ার জন্য মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা

জকিগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: ১৭৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

কুলাউড়ায় শিশু শিক্ষার্থীর উত্তরপত্র নিয়ে নয়-ছয় এলাকায় ক্ষোভ

জামালগঞ্জে ক্রীড়া কম্পাস কিডস অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন

জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

দরগাপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রয়টার্সের প্রতিবেদন ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন