মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিওরখালে রাস্তা ও হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শনে ডিআইজি এসএম রোকন উদ্দিন গোয়াইনঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি ৬ শতক জমি উদ্ধার ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি কানাইঘাটে কাইয়ুম চৌধুরী - খেজুরগাছের বিজয় নিশ্চিত করতে হবে ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক জৈন্তাপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ নিহত আতিকের দাফন সম্পন্ন মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজুল কুলাউড়ায় রাজাপুর সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি
advertisement
রাজনীতি

তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁ বারের সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ হাসিনা সরকারের প্রহসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

অবিলম্বে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় তাদের হাতে "কায়কোবাদের শাসন ব্যবস্থা, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা"। কায়কোবাদ যখন ক্ষমতায় ছিল, হিন্দু সম্প্রদায় ভাল ছিল। এমন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে কোম্পানীগঞ্জ রোড, থানা রোড, রামচন্দ্রপুর রোড ও হোমনা রোডসহ প্রায় দুই কিলোমিটার জুড়ে এ মানববন্ধন করা হয়।

মুরাদনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ বলেন, গোমতা থেকে হায়দরাবাদ, হিন্দু সম্প্রদায়ের কায়কোবাদ। মুরাদনগরের প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী পরিবারের সুখে দুঃখে পাশে থাকেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি এমপি থাকাকালীন সময়ে বিভিন্ন উৎসবে এবং নানান দুর্যোগের সময় আমাদের নিজ হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। অথচ আজ ১৬ বছর মিথ্যা মামলা দিয়ে কায়কোবাদ দাদাকে দেশের বাহিরে রাখা হয়েছে। আমরা আমাদের দাদাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানাই।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের মুরাদনগর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দীন দয়াল পাল বলেন, দীর্ঘদিন ধরে পুরো মুরাদনগরের সর্বস্তরের হিন্দুদের আক্ষেপ, কায়কোবাদ দাদা আমাদের জন্য এত কিছু করল অথচ ওনার জন্য আমরা কিছুই করতে পারলাম না। তাই আজ সকল হিন্দুদের অংশগ্রহণে মানববন্ধন করছি। মুরাদনগরের প্রতিটি গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেছে।

তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয় বার ষড়যন্ত্র করে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় কায়কোবাদ দাদার বিরুদ্ধে কোনো প্রামাণ বা কোনো স্বাক্ষী পাওয়া যায়নি! এরপরও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে কারাদণ্ড দিয়েছে। আমরা সাজানো মামলার ফরমায়েশী রায় প্রত্যাহার চাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন দুলাল দেবনাথ, অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, অঞ্জন রায়, দ্বীন দয়াল পাল, অধ্যাপক নিতানন্দ রায়, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রঞ্জিত কুমার মজুমদার, শংকর রায়, গৌরাঙ্গ বে নাথ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

শিওরখালে রাস্তা ও হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শনে ডিআইজি এসএম রোকন উদ্দিন

গোয়াইনঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি ৬ শতক জমি উদ্ধার

ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি

কানাইঘাটে কাইয়ুম চৌধুরী খেজুরগাছের বিজয় নিশ্চিত করতে হবে

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক

জৈন্তাপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ নিহত আতিকের দাফন সম্পন্ন

মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজুল

কুলাউড়ায় রাজাপুর সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি