বুধবার, ১২ নভেম্বর ২০২৫
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
রাজনীতি

বিএনপি-ছাত্রদলের ২৪ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির ৫ নেতাকর্মী এবং ছাত্রদলের ১৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন ও পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।

রোববার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অপরদিকে সোমবার (১০ নভেম্বর) প্রাথমিক পদসহ সব পদ থেকে ছাত্রদলের ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিন।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্মা আহ্বায়ক মো. রিপন মিয়া, ছাত্রদল নেতা অন্তর সরকার, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম পিয়াস, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম উদয়, শ্যামগঞ্জ ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল মিয়া, ২নং গৌরীপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন মিয়া, সহ-সভাপতি রেজাউল ইসলাম, ১নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, ৩নং অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মোরছালিন, ৪নং মাওহা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম ফকির, ৫নং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বোরহান, ৯নং ভাংনামারি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ হোসেন, ১০নং সিধলা ইউনিয়ন ছাত্রদলের কর্মী মোহাম্মদ ফয়সাল তালুকদার, ছাত্রদল কর্মী এএইচ পিয়াস, রাহাত জাহান মুন। তাদের প্রাথমিক পদসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মাঝে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে রোববার। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের শোডাউনে এসে প্রাণ হারান আবিদ। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ৪৩/সি কৃষ্টপুর দৌলতমুন্সি মহল্লার দেওয়ান মো. আবুল হুসেনের পুত্র। হামলা-সংঘর্ষের ঘটনায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অফিস ভাঙচুর করা হয়। লুটপাট ও ভাঙচুর করা হয় ৫টি দোকান।

এই সম্পর্কিত আরো