মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সাখাওয়াত হাসান জীবন সিলেট-৪ আসনে সামসুজ্জামান জামানকে ঘিরে জল্পনা ওয়াই-ফাই থেকেই ছড়াচ্ছে রেডিয়েশন! কতটা ঝুঁকিতে আমরা? নেত্রকোনা-৪ আসনে লড়বেন লুৎফুজ্জামান বাবর প্রতারণা মামলায় গ্যাস ফিল্ডের ২ কর্মকর্তা কারাগারে মাদরাসায় পড়ার সময়টা সবচেয়ে ভালো মুহূর্ত ছিল: কেয়া পায়েল বিএনপির প্রার্থী তালিকায় নেই সিলেটের আরিফুল-ফয়সল-হুমায়ুন ও কাইয়ুম চৌধুরী নদীভাঙন মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে -এমরান চৌধুরী যে ১০ নারী পেলেন বিএনপির প্রাথমিক মনোনয়ন দুই উপজেলায় শোকের ছায়া - পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নিহত ব্যবসায়ী মানিক মিয়া
advertisement
রাজনীতি

যে ১০ নারী পেলেন বিএনপির প্রাথমিক মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এ-তালিকায় বেগম খালেদা জিয়াসহ আছেন ১০ জন নারী।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুটি আসন থেকে প্রার্থী হবেন। তিনি দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান মির্জা ফখরুল।

আসন্ন নির্বাচনে ২৩৭ জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাদের মধ্যে নয় জন নারী প্রার্থী রয়েছেন। এর মধ্যে খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন।

সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর লুনাকে প্রার্থী করা হয়েছে। তিনি সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী।

নাটোর-১ আসনে রয়েছেন ফারজানা শারমিন। তিনি আইনজীবী এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ফারজানা শারমিন বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন। তার পিতা মরহুম ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব, ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নাটোর-১ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য।

ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টু। তিনি বিএনপির সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী। ২০০১ সালের নির্বাচনে ইলেন ঝালকাঠি-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে হারিয়ে সংসদ সদস্য হন। এরপর ২০০৮ সালেও আবার তাকে মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু সে নির্বাচনে তিনি আমির হোসেন আমুর কাছে হেরে যান।

মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আফরোজা খান রিতা। তার বাবা হারুনুর রশিদ খান মুন্নুও সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন।

ফরিদপুর-২ আসনে শামা ওয়াবেদ ইসলাম পেয়েছেন বিএনপির মনোনয়ন। শামা ওবায়েদের বাবা কেএম ওবায়দুর রহমান বিএনপির সাবেক মহাসচিব।

ঢাকা-১৪ আসনের সানজিদা ইসলাম তুলি হলেন বিএনপির গুম হওয়া নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন। তিনি ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের সমন্বয়ক, যে সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান দাবিতে আন্দোলন করছে।

এছাড়া যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানার নাম ঘোষণা করেছে বিএনপি।

এই সম্পর্কিত আরো

হবিগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সাখাওয়াত হাসান জীবন

সিলেট-৪ আসনে সামসুজ্জামান জামানকে ঘিরে জল্পনা

ওয়াই-ফাই থেকেই ছড়াচ্ছে রেডিয়েশন! কতটা ঝুঁকিতে আমরা?

নেত্রকোনা-৪ আসনে লড়বেন লুৎফুজ্জামান বাবর

প্রতারণা মামলায় গ্যাস ফিল্ডের ২ কর্মকর্তা কারাগারে

মাদরাসায় পড়ার সময়টা সবচেয়ে ভালো মুহূর্ত ছিল: কেয়া পায়েল

বিএনপির প্রার্থী তালিকায় নেই সিলেটের আরিফুল-ফয়সল-হুমায়ুন ও কাইয়ুম চৌধুরী

নদীভাঙন মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে -এমরান চৌধুরী

যে ১০ নারী পেলেন বিএনপির প্রাথমিক মনোনয়ন

দুই উপজেলায় শোকের ছায়া পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নিহত ব্যবসায়ী মানিক মিয়া