পিআর নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলনকে 'একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, 'জামায়াতে ইসলামীর শুরু করা তথাকথিত "প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) আন্দোলন" একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না।'
'ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে দিতেই ইচ্ছাকৃতভাবে এর নকশা করা হয়েছে', বলেন তিনি।