শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বনাথে হুমায়ুন ও লুনার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০ থানা ঘেরাওয়ের হুমকি - নোমান আহমদ হত্যাকাণ্ডে ওসির টালবাহানায় উত্তাল জকিগঞ্জ ১১ লাখ টাকা জরিমানা - ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী ৯ মাসে নির্যাতিত ৩৪০ সাংবাদিক, ধর্ষণের শিকার ৬৬৩ নারী এশিয়ান কাপ বাছাই - ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের কাছে হার বাংলাদেশের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা বিশ্বনাথে হুমায়ুন কবির - বিএনপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের দল বিএনপি নেতা নুরুলের সমর্থনে গণজোয়ার তারেক রহমানের ৩১ দফার প্রচারপত্র বিতরণ সিলেটে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা জকিগঞ্জে ইউএনও–এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ
advertisement
জাতীয়

৯ মাসে নির্যাতিত ৩৪০ সাংবাদিক, ধর্ষণের শিকার ৬৬৩ নারী

চলতি বছরের প্রথম ৯ মাসে দুইজন সাংবাদিক হত্যাসহ ৩৪০ সাংবাদিক নির্যাতন, নীপিড়নের শিকার হয়েছেন। আর এই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৬৩ নারী। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র (এইচআরএসএস) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।


এইচআরএসএস’র পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরও মানবাধিকার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। ২০২৫ সালের প্রথম নয় মাসেও মানবাধিকার পরিস্থিতির প্রকৃত অবস্থা উদ্বেগজনক।


সংস্থাটির তথ্য মতে, গত ৯ মাসে মাসে কমপক্ষে ১ হাজার ৫১১ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন কমপক্ষে ৬৬৩ জন, যাদের মধ্যে ৩৯৩ (৫৯ শতাংম) জন ১৮ বছরের কম বয়সী শিশু।

এছাড়া ১৫২ (২২ শতাংশ) জন নারী ও কন্যা শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৯ জনকে ও আত্মহত্যা করেছেন ৯ জন নারী। এছাড়া ৩২৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন যাদের মধ্যে ১৯৩ জন শিশু।

প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার পরিস্থিতি তুলে ধরে বলা হয়, জানুয়ারী-সেপ্টেম্বর এ নয় মাসে কমপক্ষে ৬৯২টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০৭ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৫৭৯ জন। আর এসব হতাহতের ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, সমাবেশ কেন্দ্রিক সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলকে কেন্দ্র করে। সহিংসতার এসব ঘটনা ঘটেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে।

এইচআরএসএস বলছে, বছরের প্রথম ৯ মাসে ২৩৬টি হামলার ঘটনায় ৩৪০ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় হত্যা করা হয়েছে ২ জন সাংবাদিকে, আহত হয়েছেন অন্ততপক্ষে ২০৯ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৩৬ জন।


‘মব’ সহিংসতাকে উদ্বেগজনক উল্লেখ করে সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত নয় মাসে মব সহিংসতা ও গণপিটুনীর ২৩৯টি ঘটনায় নিহত হয়েছেন ১৩০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২১২ জন। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে সারাদেশে কারাগারে কমপক্ষে ৬১ জন আসামি মারা গিয়েছেন। ৬১ জনের মধ্যে ১৯ জন কয়েদি ও ৪২ জন হাজতি। গত নয় মাসে ১৭৬টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৭৪ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮২৮ জন। 

এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কমপক্ষে ২২টি হামলার ঘটনায় ৫ জন আহত, ৫টি মন্দির, ৩৭টি প্রতিমা ও ৩৮টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এছাড়াও জমি দখলের মতো ৩টি ঘটনা ঘটেছে। এছাড়া এই সময়ে সারাদেশে ৫০টির বেশি মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ৬১টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ২৩ জন বাংলাদেশি নিহত, ৩৪ জন আহত ও ৫৬ জন গ্রেপ্তারের তথ্য দিয়েছে এইচআরএসএস।

গত নয় মাসে কমপক্ষে ১ হাজার ৬৫ শিশু নির্যাতনের শিকার হয়েছেন যাদের মধ্যে ২০৯ জন প্রাণ হারিয়েছেন।


এইচআরএসএস এর সংগৃহীত তথ্য অনুযায়ী, গত নয় মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংষর্ষে, হেফাজতে ও নির্যাতনে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৮ জন সংঘর্ষে বা বন্দুকযুদ্ধের নামে, ৪ জন নির্যাতনে, ১০ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এবং ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এছাড়া পুলিশের ভয়ে পালাতে গিয়ে গত নয় মাসে ৭ জনের মৃত্যু হয়েছে। গত ১১ জুলাই শুক্রবার রাজধানীর ভাটারা থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করে ফিরোজা আশরাফী নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু হয়।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম ৯ মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতাকর্মীদের নামে কমপক্ষে ১৬৬টি মামলা হয়েছে। এ সকল মামলায় ১০ হাজার ৩৮৫ জনের নাম উল্লেখ করে এবং ৩৪ হাজার ১৩৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এছাড়া ৯ মাসে বিভিন্ন মামলায় এবং যৌথবাহিনীর বিশেষ অভিযানে কমপক্ষে ৪৪ হাজার ৯৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে হুমায়ুন ও লুনার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

থানা ঘেরাওয়ের হুমকি নোমান আহমদ হত্যাকাণ্ডে ওসির টালবাহানায় উত্তাল জকিগঞ্জ

১১ লাখ টাকা জরিমানা ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী

৯ মাসে নির্যাতিত ৩৪০ সাংবাদিক, ধর্ষণের শিকার ৬৬৩ নারী

এশিয়ান কাপ বাছাই ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকংয়ের কাছে হার বাংলাদেশের

কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

বিশ্বনাথে হুমায়ুন কবির বিএনপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের দল

বিএনপি নেতা নুরুলের সমর্থনে গণজোয়ার তারেক রহমানের ৩১ দফার প্রচারপত্র বিতরণ

সিলেটে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা

জকিগঞ্জে ইউএনও–এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ