শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির - যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি - যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি বিয়ে সুন্নত নাকি ফরজ?
advertisement
জাতীয়

এটিইউ প্রধান হিসেবে যোগ দিলেন সিলেটের বিদায়ী পুলিশ কমিশনার রেজাউল করিম

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ও  সদ্য বিদায়ী সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।

 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরই নবনিযুক্ত এটিইউ প্রধান সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও আধুনিক ও দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দায়িত্ব গ্রহণের দিনেই দুটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নেন তিনি। দুপুরে ঢাকায় ফরাসি দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে এবং বিকালে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে তার বৈঠক হয়।

 

ফরাসি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টেল ফন্টেইন, ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে। আলোচনায় উভয়পক্ষ সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদারে একমত হয়।

 

অপরদিকে বৃহস্পতিবার বিকালে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেন মিজ সাকিনা আলম, ডেপুটি হেড কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। আলোচনায় বাংলাদেশের “শূন্য সহিষ্ণুতা” নীতি তুলে ধরা হয় এবং গোয়েন্দা তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয় উভয়পক্ষ।

 

বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বগুড়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, চাঁদপুর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঝিনাইদহ জেলা পুলিশ, কেএমপি, হাইওয়ে পুলিশ, সিআইডি, এসবি, পিটিসি নোয়াখালী, আরআরএফ ঢাকা এবং এটিইউসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সিলেট মহানগর পুলিশ কমিশনার ছিলেন। সততা, দক্ষতা ও সুনামের কারণে তিনি পিপিএম পদক ও দুইবার আইজিপি ব্যাজ অর্জন করেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা রেজাউল করিম পেশাগত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও পূর্ব তিমুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এই সম্পর্কিত আরো

শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই

সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল

নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত

আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি

বিয়ে সুন্নত নাকি ফরজ?