রবিবার, ২৪ আগস্ট ২০২৫
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটের ৭টি পাথর কোয়ারিকে ইকো-ট্যুরিজমে রূপান্তরের নির্দেশ হাইকোর্টের সেটেলমেন্ট অফিসের মিনি প্রেস স্থানান্তরে ভূমি সেবায় পিছিয়ে পড়বে নদীতে ভেসে উঠল আকুতিভরা ব্যানার আমি নলজুর নদী, আমাকে বাঁচান ডিসির আল্টিমেটামের পর সাদাপাথরে পাথর ফিরিয়ে দিচ্ছেন অনেকে ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর ভারতে গ্রেপ্তার পুলিশের এএসপি আরিফুজ্জামানের ১৪ দিনের জেল হেফাজত ভারপ্রাপ্ত অধ্যক্ষের আক্রোশের শিকার দপ্তরী! উপদেষ্টা ফাওজুল কবির বললেন - ফলকে নাম কেন, এটা কি আমার বাপের টাকায় করেছে খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
advertisement
জাতীয়

সোমবার ‘মার্চ ফর রোহিঙ্গা’ কর্মসূচি ঘোষণা

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) ‘আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে মার্চ ফর রোহিঙ্গা বা রোহিঙ্গা সংহতি দিবসের ডাক দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস নামে একটি সংগঠন। এদিন বিকাল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত এ পদযাত্রা শুরু হবে। বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে মজলুম রোহিঙ্গাদের পক্ষে এদিন মার্চ ফর রোহিঙ্গা পালনের আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটসের সংগঠক জিহাদী ইহসান বলেন, প্রতিনিয়ত রোহিঙ্গাদের আন্তর্জাতিক সংবাদের আড়ালে হত্যা করা হচ্ছে। সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক মিডিয়ার আড়ালে গত বছর ২০২৪ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ নদ তীরে ড্রোন আক্রমণ চালিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ও শরণার্থী ক্যাম্পে হামলা করা হয় যাতে ২০০ এর কাছাকাছি মানুষ নিহত হয় বলে প্রতিবেদনের উল্লেখ্য আছে। আমরা মজলুম রোহিঙ্গাদের পক্ষে সারা পৃথিবীতে ভয়েস রেইজ করতে মার্চ ফর রোহিঙ্গার ডাক দিয়েছি।

সংগঠনটির মুখপাত্র মো. শাহরিয়ার ফাহাদ বলেন, ২৫ আগস্ট ২০১৭ সালের ভোরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও উগ্র বৌদ্ধ মিলিশিয়ারা পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এ অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু হত্যা, নারী ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং খাদ্য-জল অবরোধসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়। এই দিনে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। জেনারেল নে উইনের সামরিক শাসন শুরু হলে রোহিঙ্গাদের পরিকল্পিতভাবে ‘বিদেশি’ বানানো হয়। ১৯৭৮ সালে সালে ‘অপারেশন নাগামিন (Dragon King)’ নামে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোহিঙ্গাদের কূটনীতিক তৎপরতার মধ্য দিয়ে আবার আরাকানে পাঠান। ১৯৮২ সালে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব তুলে নেওয়া হয়। নিজ জন্মভূমিতে রোহিঙ্গারা গণহত্যার শিকার হচ্ছে, তাদের দেশ থেকে বের করে দিচ্ছে, অথচ পৃথিবী চুপ। আমরা চাই পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষ রোহিঙ্গাদের স্বাধীনতার জন্য সরব হোক।

সব ছাত্রসংগঠনকে মার্চ ফর রোহিঙ্গায় যোগদান ও মজলুম রোহিঙ্গাদের স্বাধীনতা ও মুক্তির জন্য সরব হতে দেশবাসীসহ সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়েছে এই সংগঠনটি।

বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস মূলত বাংলাদেশের শিক্ষার্থীদের একটা মানবাধিকার সংগঠন। যেখানে রোহিঙ্গাদের ওপর জুলুমের বিরুদ্ধে কথা বলতে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটির অন্য সদস্যরা হলেন- কাজী আহমেদ আল বাসীর, রুবায়েত রাফি, নিহাল মুহাম্মদ তাশফীন, আসিফ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সিলেটের ৭টি পাথর কোয়ারিকে ইকো-ট্যুরিজমে রূপান্তরের নির্দেশ হাইকোর্টের

সেটেলমেন্ট অফিসের মিনি প্রেস স্থানান্তরে ভূমি সেবায় পিছিয়ে পড়বে

নদীতে ভেসে উঠল আকুতিভরা ব্যানার আমি নলজুর নদী, আমাকে বাঁচান

ডিসির আল্টিমেটামের পর সাদাপাথরে পাথর ফিরিয়ে দিচ্ছেন অনেকে

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

ভারতে গ্রেপ্তার পুলিশের এএসপি আরিফুজ্জামানের ১৪ দিনের জেল হেফাজত

ভারপ্রাপ্ত অধ্যক্ষের আক্রোশের শিকার দপ্তরী!

উপদেষ্টা ফাওজুল কবির বললেন ফলকে নাম কেন, এটা কি আমার বাপের টাকায় করেছে

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ