সোমবার, ২১ জুলাই ২০২৫
সোমবার, ২১ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইইউ নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রত্যাহারের হুমকি ইরানের দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে সোনা রিমান্ড আবেদনের শুনানী আজ - ট্রাইব্যুনালে সাংবাদিক তুরাব হত্যা মামলার দুই আসামী সিলেটে মাদ্রাসা প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ-মিছিল মাধবপুরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩ সিলেটে ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বাড়ছে সুনামগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জে বিএনপির পাল্টা কমিটি দিল ১৮ ইউনিট সিলেটে ২য় দিনের মতো মাঠে বিআরটিএ : চলছে অভিযান মধ্যরাতে এনসিপি’র পোস্টার ছেঁড়ার ঘটনায় সিসিকের তিন কর্মী বহিষ্কার
advertisement
জাতীয়

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯ আহত দেড় শতাধিক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থালে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে। অর্ধশতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার তৎপরতা

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, এ পর্যন্ত অর্ধশতাধিক এসেছে। সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের মধ্যে একজন মৃত। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈমানিকের বিষয়েও কোনো তথ্য এখনো দেয়নি আইএসপিআর।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেল

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তারা হলেন- শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তাদের ইউনিটগুলো পৌঁছায় দুপুর ১টা ২২ মিনিটে। এখন  উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। একটি সূত্র প্রথম আলোকে পাইলট নিহত হওয়ার কথা জানান।

জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর-০১৯৪৯০৪৩৬৯৭। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে মাইকে এ ঘোষণা দেওয়া হয়।

মেট্রোরেলের একটি বগি আহতের আনা–নেওয়ার জন্য ‘রিজার্ভ’ রাখা হয়েছে। বগিটি নারীদের জন্য নির্ধারিত বগির পরেরটি।

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি মুঠোফোন নম্বর দিয়েছে। সেগুলো হলো—মিলিটারি রেস্কিউ ব্রিগেড–01769024202, সিএমএইচ বার্ন ইউনিট–01769016019, সিএমএইচ ইমার্জেন্সি 01769013311, মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার–01814774132, ভাইস প্রিন্সিপাল–01771111766 এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ (পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে)।

আহত–নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এই সম্পর্কিত আরো

ইইউ নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রত্যাহারের হুমকি ইরানের

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে সোনা

রিমান্ড আবেদনের শুনানী আজ ট্রাইব্যুনালে সাংবাদিক তুরাব হত্যা মামলার দুই আসামী

সিলেটে মাদ্রাসা প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ-মিছিল

মাধবপুরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩

সিলেটে ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বাড়ছে

সুনামগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে বিএনপির পাল্টা কমিটি দিল ১৮ ইউনিট

সিলেটে ২য় দিনের মতো মাঠে বিআরটিএ : চলছে অভিযান

মধ্যরাতে এনসিপি’র পোস্টার ছেঁড়ার ঘটনায় সিসিকের তিন কর্মী বহিষ্কার