সদ্য অনুষ্ঠিত হওয়া কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নেচে কটাক্ষের মুখে পড়েছেন তাসনিয়া ফারিণ।
অনুষ্ঠান মঞ্চে ফারিণের নাচের সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, পরনে কালো জিন্স পায়ে হাই হিলে গানের তালে মঞ্চ মাতাচ্ছেন তাসনিয়া ফারিণ।
তবে ফারিণের নাচ দেখে কটাক্ষ করেছেন অনেক নেটিজেন। একজন ভিডিওর মন্তব্যের ঘরে লিখেছেন, ‘নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের ধীরে ধীরে পোশাকটা ছোট হতে থাকে।’ আরেকজন লেখেন, ‘তার জনপ্রিয়তা নষ্ট করল সে নিজে।’
এরপর আরও একজন লেখেন, ‘কাপড় আস্তে আস্তে আরও ছোট হয়ে যাবে। ব্যাপার না। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে।’
রাজধানীর একটি হোটেলে গত শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠানটির আয়োজন করে সিজেএফবি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।