রবিবার, ১২ অক্টোবর ২০২৫
রবিবার, ১২ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না: তাজুল তিন মন্ত্রণালয়ে সচিব বদলি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে শিক্ষকরা নির্বাচনে বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের পথে প্রধান উপদেষ্টা সরাসরি সম্প্রচার হবে - শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু রোববার থানায় মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা ১৫ নয় জুলাই সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে: গোলাম পরওয়ার
advertisement
জাতীয়

এ সপ্তাহেই বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, এ সপ্তাহে তিনদিন আলোচনা হবে। এরমধ্যেই কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়।

রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সংলাপের আলোচ্য সূচিতে রয়েছে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবে হোক একটি যৌক্তিক জায়গায় আসতে। যা হবে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি আমাদের দায়িত্ব পালনের পদক্ষেপ।

জনগণ সংলাপ দেখছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, দ্রুততার সঙ্গে অগ্রসর হয়ে জাতীয় সনদের জায়গায় পৌঁছাতে পারলে আমাদের দিক থেকে, আপনাদের দিক থেকে সর্বোপরি নাগরিকদের থেকে সবাই প্রত্যাশায় আছেন, দেখছেন এবং তারা নিঃসন্দেহে প্রত্যাশা করছেন আমরা খুব দ্রুততার সঙ্গে যেতে পারব।

সংলাপে অংশ নেওয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা নিয়মিত আলোচনায় অংশ নিচ্ছেন। এতে বার বার প্রমাণ হচ্ছে আপনারা আন্তরিকভাবে সংস্কার প্রক্রিয়া এবং তার এজেন্ডা তৈরি করার ব্যাপারে, বাংলাদেশের ভবিষ্যত পথরেখা তৈরি করার ব্যাপারে আন্তরিক।

আলী রীয়াজ আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে যে কোনোভাবেই হোক ৩০ জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ করতে চাই। কারণ প্রক্রিয়াকে বিলম্বিত করা, অন্যান্য সাংগঠনিক কাজ, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আপনাদের অংশগ্রহণ বিলম্বিত হচ্ছে, তা আমরা চাই না। সেদিক থেকে বিবেচনা করে আমরা যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আলোচনা করছি- সেগুলো নিয়ে দ্রুত ঐকমত্যের জায়গায় আসতে পারলে আমাদের পক্ষে এ পর্বের যৌক্তিক সমাপ্তি এবং জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।

তিনি বলেন, মৌলিক কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি, কিছু বিষয়ে কাছাকাছি অবস্থানে আছি। আজকের (এজেন্ডার) দুটো বিষয়ে গত কয়েকদিনের আলোচনায় আমরা খুব কাছাকাছি আছি। সেদিক থেকে আমরা বিবেচনা করছি প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনার সমাপ্তি টানতি পারি।

এই সম্পর্কিত আরো

অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না: তাজুল

তিন মন্ত্রণালয়ে সচিব বদলি

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে শিক্ষকরা

নির্বাচনে বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোমের পথে প্রধান উপদেষ্টা

সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু রোববার

থানায় মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা

১৫ নয় জুলাই সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর

জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে: গোলাম পরওয়ার