বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তারেক রহমানের আগমনে কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উচ্ছ্বাস অ্যাডভোকেট জামান - শহীদ ওয়াসিমের রক্তে গড়া স্বাধীনতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ প্রার্থী কানাইঘাটে তথ্য অফিসের উদ্যেগে ‘ভোটের রিকশা’র উদ্বোধন সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
advertisement
জাতীয়

বৃক্ষরোপণ করে সবুজায়িত নগরী গড়ে তুলতে হবে: রিজওয়ানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের অধীনস্থ পূর্বাচল নতুন শহর প্রকল্পের হারারবাড়ি লেকপাড় এলাকায় বনায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার সকালে বৃক্ষরোপণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি সূচনা মাত্র। সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে তরুণ নেতৃত্বের অংশগ্রহণে আমরা নতুন নতুন বনায়ন প্রকল্প হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, জিরো-সয়েল নীতির মাধ্যমে শহরের ছাদে, খালি জায়গায় এবং প্রতিটি উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ করে একটি সবুজায়িত নগরী গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাদের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পূর্বাচল নতুন শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ থাকলেও এর শুরুতেই বন উজাড়ের মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ বিপর্যয় তৈরি হয়েছে, যা ২০১০ সাল থেকে ক্রমাগত চলছে। আমি ব্যক্তিগতভাবে নানা আইনি প্রক্রিয়ায় এ বন উজাড় বন্ধের চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, তা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হয়নি। আবাসন প্রকল্প পরিকল্পনার শুরুতেই সবুজায়ন এবং জলবায়ু অভিযোজনকে অগ্রাধিকার না দেওয়ায় আগামী ২০ বছরের মধ্যে এ এলাকা বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যেন পূর্বাচল একটি সবুজ, স্বাস্থ্যকর এবং জলবায়ু সহনশীল আবাসিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ উদ্যোগ শুধুই একটি বনায়ন কর্মসূচি নয়, এটি একটি দূরদর্শী বার্তা– আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও বসবাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বনায়নের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন ঠেকাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ।

এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির অংশ হিসেবে হারারবাড়ি লেকপাড় এলাকায় বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপণ করা হয় এবং আগামী দিনে পূর্বাচলকে সবুজায়নে ভরিয়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরো

তারেক রহমানের আগমনে কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উচ্ছ্বাস

অ্যাডভোকেট জামান শহীদ ওয়াসিমের রক্তে গড়া স্বাধীনতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য

তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন

জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল

সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ প্রার্থী

কানাইঘাটে তথ্য অফিসের উদ্যেগে ‘ভোটের রিকশা’র উদ্বোধন

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়