বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাবিতে একাধিক শর্তে ছাত্ররাজনীতি চালুর সুপারিশ জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন তিন দলের ৪ নেতা সিলেটে উপদেষ্টা আসিফ নজরুল - অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ ‘কারও রাজনীতির ভুলে পতিত স্বৈরাচার যেনো ফিরে না আসে’ রাতারগুল পরিদর্শনে আইন উপদেষ্টা, বললেন উন্নয়নে সহায়তার কথা কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা সাদাপাথর লুট: সেই সাহাব উদ্দিনের মুক্তি দাবি বিএনপির, দুই নেতাকে শোকজ ইবনে সিনা হাসপাতালে সংঘর্ষ: বিএনপি নেতাদের হস্তক্ষেপে সমঝোতা
advertisement
জাতীয়

ইউনূস-স্টারমার বৈঠক বাতিলের দায় কে নেবে, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরকে দেশটির পক্ষ থেকে ‘অফিসিয়াল’ হিসেবে আখ্যায়িত করা হলেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার কোনো বৈঠক না হওয়ায় প্রশ্ন উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে না পারলেও বলেছেন, ‘এখন দেখা যাক, এর দায় কেউ নেয় কি না।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য প্রথমে জানিয়েছিল, এটি একটি অফিসিয়াল সফর। আমরাও সে অনুযায়ী নিশ্চিত করেছি। এতে কোনো সন্দেহ নেই। তবে বৈঠক না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম না, তাই সঠিকভাবে বলতে পারছি না। যারা ছিলেন, তারা হয়তো বিস্তারিত জানাতে পারবেন। তবে বাস্তবতা হলো, বৈঠকটি হয়নি।

গত ১৮ জুন এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী জানিয়েছিলেন, ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার এক ব্রেকফাস্ট মিটিংয়ে তাকে নিশ্চিত করেছিলেন যে, এই সফরকে সরকারি সফর হিসেবে আপগ্রেড করা হয়েছে। তবুও বৈঠক না হওয়ার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, তারা স্পষ্টভাবে বলেনি যে এই সময়ে বৈঠক হবে। তবে সফরটি অফিসিয়াল বলা হয়েছিল, আর আমাদের প্রত্যাশাও ছিল সে অনুযায়ী।

এ ছাড়া, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ড. ইউনূসের কোনো সৌজন্য সাক্ষাৎ হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য তিনি দায়িত্বশীলদের কাছ থেকে ব্যাখ্যা প্রত্যাশা করেন।

এই সম্পর্কিত আরো

শাবিতে একাধিক শর্তে ছাত্ররাজনীতি চালুর সুপারিশ

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন তিন দলের ৪ নেতা

সিলেটে উপদেষ্টা আসিফ নজরুল অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ

‘কারও রাজনীতির ভুলে পতিত স্বৈরাচার যেনো ফিরে না আসে’

রাতারগুল পরিদর্শনে আইন উপদেষ্টা, বললেন উন্নয়নে সহায়তার কথা

কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

সাদাপাথর লুট: সেই সাহাব উদ্দিনের মুক্তি দাবি বিএনপির, দুই নেতাকে শোকজ

ইবনে সিনা হাসপাতালে সংঘর্ষ: বিএনপি নেতাদের হস্তক্ষেপে সমঝোতা