রবিবার, ১৭ আগস্ট ২০২৫
রবিবার, ১৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ড. হেলাল জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে: সালাহউদ্দিন আজকের স্বর্ণের দাম: ১৭ আগস্ট ২০২৫ খাদ্য মূল্যস্ফীতির নেপথ্যে কী, জানাল জিইডি ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশে অভিযোগ - সাদা পাথরের লুটপাটকারীরা অধরা, দিনমজুরদের হয়রানি করা হচ্ছে দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি শ্রেণিকক্ষে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগে শিক্ষককে ঘাড় ধাক্কা গাজার সমর্থনে ইউরোপে হাজারো মানুষের বিক্ষোভ রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : রিজওয়ানা হাসান
advertisement
জাতীয়

রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ঐকমত্য তৈরি হয়নি : ড. আলী রীয়াজ

রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার (২৫ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের দ্বিতীয় দফার বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাবে পরিবর্তন এনেছে এবং এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাব পরিবর্তন করেছে। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে।’

এনসিসির কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির প্রতিনিধি সদস্য থাকবেন। এ বিষয়ে অধিকাংশ দল স্বাগত জানিয়েছে, তবে কিছু দল আপত্তি করেছে। এছাড়াও বিভিন্ন পরামর্শ এসেছে যার ভিত্তিতে পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে।

ড. আলী রীয়াজ আরও জানান, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে সিদ্ধান্তে না এলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সিদ্ধান্তে আসা সম্ভব হবে না।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আরও বলেন, সবার মনে রাখতে হবে আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। ১৬ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রামের পর নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে লড়াই করতে না পারার কোনো বিষয় নেই। এখানে আমরা যেভাবে পরমত সহিষ্ণুতা বজায় রেখে আলোচনায় অংশগ্রহণ করেছি, সবক্ষেত্রেই সবাইকে সেভাবে অগ্রসর হতে হবে।

এই সম্পর্কিত আরো