সোমবার, ১৮ আগস্ট ২০২৫
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য চাইল অধিদপ্তর সিলেটের নতুন ডিসি ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সিলেটসহ ছয় বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা সংসদে প্রবাসীদের কণ্ঠস্বর হতে চান আহমদ রিয়াজ অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল ব্যবহার করলে ব্যবস্থা’ ৭ মাসে পারিবারিক সহিংসতায় নিহত ৩২২ জন সাবেক ডিবিপ্রধান হারুন, সিলেটের সাবেক এসপি ফরিদসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা
advertisement
জাতীয়

দীর্ঘ ছুটিতে ধীরেসুস্থে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট-ভোগান্তি

ঈদের ছুটি প্রায় শেষের পথে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষেরা। 

মঙ্গলবার (১০ জুন) ঈদের চতুর্থ দিন সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে ফিরতি মানুষের আনাগোনা দেখা গেছে। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে, ট্রেনগুলোও সময়মতো স্টেশনে প্রবেশ করছে। একই চিত্র সদর ঘাট লঞ্চ টার্মিনালগুলোতেও।

এদিকে, কেউ কেউ আবার ঢাকা ছাড়ছেন। ঈদে কুরবানির ব্যস্ততা শেষে কেউ যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন অঞ্চলে, কেউ ঈদের ছুটি না পেয়ে এখন গ্রামে ফিরছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। এছাড়াও রয়েছে নানা প্রয়োজনে যাত্রা করা নিয়মিত যাত্রীরাও।

ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা থেকে সকাল থেকে একে একে ঢাকায় প্রবেশ করছে ট্রেন। প্রতিটি ট্রেনেই ছিল ফিরতি যাত্রীর চাপ। তবে ঈদে বাড়ি যাওয়ার ভোগান্তি থাকলেও ফিরতি যাত্রা অপেক্ষাকৃত স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন ঢাকায় ফেরা যাত্রীরা। ঈদের পর সরকারি লম্বা ছুটির কারণে ধাপে ধাপে ফিরতে পারছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, সড়ক এবং নৌপথেও ঢাকায় ফেরা মানুষের স্রোত দেখা যাচ্ছে। মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা মানুষের ঢল, আর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের ব্যস্ততা।

সিলেট থেকে ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শামীম আহমেদ। কমলাপুর স্টেশনে নেমে তিনি বলেন, ‘এই কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটিয়ে তৃপ্তি পেয়েছি। এবার একটু আগেই ফিরলাম, যাতে নিয়মিত কাজ শুরু করতে পারি। ট্রেনে ভিড় ছিল, তবে খুব একটা সমস্যা হয়নি।’

বিমানবন্দর রেলস্টেশনেও ছিল একই চিত্র। ময়মনসিংহ, জামালপুর, রংপুর ও বগুড়া থেকে আসা ট্রেনগুলোতে ছিল প্রচুর যাত্রী। স্টেশন এলাকায় দেখা যায়, যাত্রীরা ট্রেন থেকে নেমেই দ্রুত ছুটছেন বাসস্ট্যান্ড কিংবা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে।

ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ফিরতি পথে ট্রেনের কোনও সংকট নেই। আজ (মঙ্গলবার) দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৫টি ট্রেন ঢাকায় প্রবেশ করবে। আমরা যাত্রীদের নিরাপদে স্টেশন ত্যাগে সার্বিক সহযোগিতা করছি।’

এই সম্পর্কিত আরো

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য চাইল অধিদপ্তর

সিলেটের নতুন ডিসি ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

সিলেটসহ ছয় বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

সংসদে প্রবাসীদের কণ্ঠস্বর হতে চান আহমদ রিয়াজ

অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল ব্যবহার করলে ব্যবস্থা’

৭ মাসে পারিবারিক সহিংসতায় নিহত ৩২২ জন

সাবেক ডিবিপ্রধান হারুন, সিলেটের সাবেক এসপি ফরিদসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা